নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি, ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে টেলিনরের ডিজিটাল স্বাস্থ্যসেবা বিষয়ক প্ল্যাটফর্ম টেলিনর হেলথ।
রাজধানীতে অবস্থিত ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অফিসে দুই পক্ষের এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্রুতগতির এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সম্মিলিত উদ্যোগ নিয়েছে টেলিনর হেলথ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন এবং টেলিনর হেলথের হেড অব বিটুবি, পার্টনারশিপ এন্ড লয়ালিটি মোবাঈদুর রহমান।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যান্ড্রু স্মিথ( চীফ কমার্শিয়াল অফিসার) টেলিনর হেলথ।
এছাড়াও অনুষ্ঠানে টেলিনর হেলথের পক্ষে উপস্থিত ছিলেন তৌহিদুল আলম (হেড অব সেলস); শামসুল আশেকীন (প্রোডাক্ট অ্যান্ড প্রোপোজিশন্স ম্যানেজার); সাইফ আব্দুল্লাহ (কী অ্যাকাউন্ট ম্যানেজার); সাদ এনামুল হক (বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ)।
অন্যদিকে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈমুর আলী (হেড অব মার্কেটিং), শাহ আলম (হেড অব বিজনেস সাপোর্ট অ্যান্ড উইমেন এন্টারপ্রেনার সেল, স্মল বিজনেস, এসএমই ব্যাংকিং) মো. নাজমুল হাসান (হেড অব এজেন্ট ব্যাংকিং), এসএম রাশেদুজ্জামান (সিনিয়র ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং)।
বিডি প্রেস রিলিস / ০৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১১th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৬th, ২০২২
Posted on আগস্ট ৬th, ২০২২
Posted on আগস্ট ৪th, ২০২২