নিজস্ব প্রতিবেদক :: এই বৈশাখে চলছে বাংলাদেশের অন্যতম ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের দারুণ অফার টাকা ছাড়াই পুরোনো দিলে নতুন মিলে। অফারটি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মিনিস্টারের শো-রুমে দেখা যাচ্ছে ক্রেতাদের উচ্ছ্বাসিত ভিড়। ক্রেতা সাধারণ এই আকর্ষণীয় অফারে তাদের ব্যবহৃত পুরোনো সচল CRT, LCD, LED টিভি অথবা ফ্রিজ জমা দিয়ে সল্প মুল্যে নগদ অথবা ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত কিস্তিতে মিনিস্টার ব্রান্ডের নাম্বার ওয়ান কোয়ালিটি সম্পন্ন আই প্রটেক্টিভ স্মার্ট এলইডি টিভি অথবা বিদ্যুৎ সাশ্রয়ী রফ্রিজ ক্রয় করছেন।
মিনিস্টার-ই সেরা কারণ মিনিস্টার ব্রান্ডের ফ্রিজে রয়েছে ১২ বছর কম্প্রেসার গ্যারান্টি এবং ৬৬% বিদ্যুৎ সাশ্রয়ী। গ্লাস ডোর তাই জীবনেও মরিচা ধরবে না। এছাড়াও বাংলাদেশে এই প্রথম বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ফ্রিজ নিয়ে এসেছে এই ব্র্যান্ডটি। অত্যাধুনিক মানের আকর্ষনীয় বিভিন্ন মডেল ও ডিজাইনের ফ্রিজ থেকে আজই বেছে নিন আপনার পছন্দের ফ্রিজটি।
মিনিস্টারের এলইডি টিভিতে রয়েছে আই প্রটেক্টিভ টেকনোলজি যা চোখের ক্ষতি করে না। ৭ বছরের সার্ভিস ওয়ারেন্টি ও ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে মিনিস্টারের স্মার্ট এলইডি টিভিতে। তাছাড়াও নিখুঁত শব্দ ও ক্রিস্টাল ক্লিয়ার ছবির শতভাগ নিশ্চয়তা দিচ্ছে মিনিস্টার। ফোরকে রেজুলেশন সহ এই ব্র্যান্ডে রয়েছে এলইডি টিভি, স্মার্ট টিভি, সুপারস্লিম ও ফ্রেমলেস এন্ডরয়েড এলইডি টিভি।
বিডি প্রেস রিলিস/ ২৭ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৪th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪