নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু করেছে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই তিন মাসে কমপক্ষে ১৫০ টাকা ব্যবহার করে অরেঞ্জ ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।সিম ব্যবহারের সময় ও ব্যবহৃত সেবার উপর ভিত্তি করে প্রোগ্রামটির সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার টিয়ারের সুবিধা দেওয়া হবে গ্রাহকদের।
বাংলালিংকের সেবা ব্যবহার করে অর্জিত পয়েন্ট দিয়ে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বাড়তি মোবাইল সেবা ও অন্যান্য সুবিধা পাবেন।মাই বিএল অ্যাপ (https://mybl.digital/App) থেকে বা *১২১*৬# ডায়াল করে গ্রাহকরা তাদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের স্ট্যাটাস, টিয়ার ডিটেইলস, পয়েন্ট ভ্যালিডিটি এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, ‘গ্রাহকদের আরও উন্নত লয়্যালটি সেবা উপভোগের সুযোগ দেওয়ার লক্ষ্যে আমরা অরেঞ্জ ক্লাব চালু করেছি।প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলালিংকের ওয়েবসাইটে।
বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০২১ /এমএম
Posted on অক্টোবর ১১th, ২০২৪
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪