Follow us

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি), ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর উদ্যোগে গত ২৫ নভেম্বর র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে “বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তির উপায়” শীর্ষক দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইসিএমএ বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও এক্স-ইনডেক্স কোম্পানিজ এর অ্যাডিশনাল এমডি মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং আইসিএমএ বাংলাদেশ এর ভাইস-প্রেসিডেন্ট ও ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ।

উক্ত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লি. এর ভাইস-চেয়ারম্যান আরিফ খান সিএফএ, এফসিএমএ। চট্রগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল এর চেয়ারম্যান আসাদুর রহমান এফসিএমএ সম্মেলনে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন। সিবিসি’র সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে আগত অতিথিগণকে শ্রোতাদের নিকট পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, “বৈশ্বিক অর্থনীতি এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উপরন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশের দ্রব্য বাজারে মুদ্রাস্ফীতি, মুদ্রাবাজারে অস্থিতিশীলতা, শক্তি সম্পদের অনিশ্চয়তা ও অর্থনৈতিক পরিকল্পনা তৈরিতে প্রতিবন্ধকতা ইত্যাদি সমস্যা পরিলক্ষিত হচ্ছে সুতরাং এসডিজি-২০৩০,পরিকল্পনা-২০৪১ ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে উক্ত বিষয়গুলোর উন্নতিতে মনোযোগ দিতে হবে”।
“বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও ঋণ পরিশোধের সক্ষমতা” শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন বিডিআরএএল এর সিইও এবং ডিবিসি এর চেয়ারম্যান ড. সৈয়দ আবদুল্লা-আল মামুন এফসিএমএ, আলোচনায় ছিলেন আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার মো. কাউসার আলম এফসিএমএ এবং পরিচালনায় ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর ম্যানেজিং ডাইরেক্টর এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ।

“সামষ্টিক অর্থনৈতিক সমস্যাসমূহ ও বাংলাদেশের জন্য করণীয়” শীর্ষক আলোচনা প্রবন্ধটি উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান, আলোচনায় ছিলেন আই-ক্যালিপার্স এর প্রেসিডেন্ট ও সিইও নাজমুল হায়দার এফসিএমএ এবং পরিচালনায় ছিলেন আইসিএমএবি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লি. এর প্রেসিডেন্ট ও সিইও মুজাফ্ফর আহমেদ এফসিএমএ।

সম্মেলনে বিপুল সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যাংকার, বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইসিএমএবি এর ফেলো ও অ্যাসোসিয়েট মেম্বারগণ এবং চট্টগ্রাম শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বসমূহে অংশগ্রহণ করেন।

বিডি প্রেসরিলিস / ২৯ নভেম্বর ২০২২ /এমএম 


LATEST POSTS
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩

নতুন দুই মডেলের মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

Posted on নভেম্বর ২১st, ২০২৩

বায়োজিন কসমেসিউটিক্যালের সেবা ‘মাইন্ড কেয়ার সল্যুশন’

Posted on নভেম্বর ২১st, ২০২৩

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

Posted on নভেম্বর ২০th, ২০২৩

‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ আনল এপেক্স

Posted on নভেম্বর ১৬th, ২০২৩

দারাজ ১১.১১-এর উৎসবের আমেজে মেতে ছিলেন বাংলাদেশের ২৯ লক্ষাধিক ক্রেতা

Posted on নভেম্বর ১৩th, ২০২৩