নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আঁকো তোমার বিজয়’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে আরএফএল গ্রুপের গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’।সম্প্রতি উত্তরা-১৪ নম্বর সেক্টরে ‘বেস্ট বাই’ শোরুমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন স্বপ্ননীল হাওলাদার। তিনি পেয়েছেন বেস্ট বাই এর পক্ষ থেকে ৫০ হাজার টাকার গিফট ভাউচার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হয়েছেন যথাক্রমে আল মুমিনুল ও ত্রিয়াশা সরকার। তারা পেয়েছেন যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকার গিফট ভাউচার।এছাড়া ১৭ প্রতিযোগীকে দেয়া হয়েছে এক হাজার টাকার গিফট ভাউচার। প্রতিযোগিতার সহযোগী ছিল জনপ্রিয় স্টেশনারি ব্র্যান্ড ‘গুডলাক’।
চতুর্থ বারের মতো আয়োজিত ‘আঁকো তোমার বিজয়’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০২০ সালের ২০ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সারাদেশ থেকে ৫০০ শিশু তাদের আঁকা ছবি জমা দেন। সেখান থেকে বাঁছাই করে সেরা ২০ জনকে চূড়ান্ত পর্বের জন্য ডাকা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এসব শিশুদের পুনরায় আঁকা ছবি দেখে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শামসুল হক ডিগ্রী কলেজের চিত্রকলার শিক্ষক অপূর্ব কুমার সাহা, বেস্ট বাই এর হেড অব বিজনেস অপারেশন কৌশিক রহমান, নর্থজোনের ইনচার্জ মাহিদুল ইসলাম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /২৩ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৮th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১