নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আমরা কোম্পানিজ’ সম্প্রতি মানব সম্পদ ব্যবস্থাপনা এবং অনুকূল কর্মপরিবেশ জন্য ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড’ হিসেবে পুরস্কৃত হয়েছে। সেরা নিয়োগকর্তা বা বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার, যা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এশিয়া অঞ্চলের সেসব প্রতিষ্ঠানকে দিয়ে থাকে।
সম্প্রতি সিঙ্গাপুরের লা মেরিডিয়ান স্যানটোসায় ‘আমরা’কে এই পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড সিএসআর ডে’র প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের প্রকল্প পরিচালক ড. আর. এল ভাটিয়া।
কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘আমরা’র পরিচালক মিসেস সৈয়দা মুনিয়া আহমেদ ও মিসেস ফাহমিদা আহমেদ। এটা আমরার ভালো কর্মপরিবেশের একটা স্বীকৃতি। এটি আরো অনুপ্রেরণ দেবে এবং আরো ভালো কর্মপরিবেশ তৈরি অব্যাহত রাখবে বলে ওই দুই পরিচালক জানান।
(বিডি প্রেস রিলিস/৮ আগস্ট ২০১৮/এসএম)
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫