Follow us

বেসিস নির্বাচন করতে পারবেন না সৈয়দ আলমাস কবীর!

Almas Kobir

নিজস্ব প্রতিবেদক :: দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১৮-২০ সেশনের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির অংশ নিতে পারবেন না।

নিজ প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) পরিচালনা পর্ষদ থেকে কোন অনুমোদন ছাড়া এই নির্বাচনে অংশ নেয়ার কারণে আজ বুধবার বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালের কাছে একটি অভিযোগপত্র দিয়েছেন মেট্রোনেটের দুজন পরিচালক।

বুধবার বিকেল ৪টা ৩৩ মিনিটে এ অভিযোগপত্র গ্রহণ করেছে বেসিস। এ অভিযোগপত্রটি গুরুত্বের সাথে দেখছে বেসিস ইলেকশন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে সৈয়দ আলমাস কবির এ দফায় বেসিস নির্বাচন করতে পারবেন না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

মেট্রোনেটের প্যাডে অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘সৈয়দ আলমাস কবীর মেট্রোনেটের নিয়োগপ্রাপ্ত সিইও। আমরা জানতে পারেছি, সৈয়দ আলমাস কবীর বেসিসে মেট্রোনেটের প্রতিনিধি হয়ে জেনারেল মেম্বার ক্যাটাগরিতে নির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বেসিসের দুজন পরিচালকের স্বাক্ষরে ওই পত্রে আরও লেখা হয়েছে, ‘সৈয়দ আলমাস কবির মেট্রোনেটের পরিচালনা পর্ষদ থেকে বেসিস নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন প্রকার অনুমতি নেয়নি। মেট্রোনেটের পরিচালনা পর্ষদে এখন পর্যন্ত তার ভোটার হওয়ার ব্যাপারে কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং এই বোর্ড তার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন অনুমোদন দেয়নি।’

চিঠির শেষাংশে বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে বেসিস নির্বাচন ইস্যুতে সৈয়দ আলমাস কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ ব্যাপারে জানতে সন্ধ্যায় বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

(বিডি প্রেস রিলিস/৭ মার্চ/এসএম)


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪