Follow us

বেসিস নির্বাচন করতে পারবেন না সৈয়দ আলমাস কবীর!

Almas Kobir

নিজস্ব প্রতিবেদক :: দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১৮-২০ সেশনের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির অংশ নিতে পারবেন না।

নিজ প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) পরিচালনা পর্ষদ থেকে কোন অনুমোদন ছাড়া এই নির্বাচনে অংশ নেয়ার কারণে আজ বুধবার বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালের কাছে একটি অভিযোগপত্র দিয়েছেন মেট্রোনেটের দুজন পরিচালক।

বুধবার বিকেল ৪টা ৩৩ মিনিটে এ অভিযোগপত্র গ্রহণ করেছে বেসিস। এ অভিযোগপত্রটি গুরুত্বের সাথে দেখছে বেসিস ইলেকশন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে সৈয়দ আলমাস কবির এ দফায় বেসিস নির্বাচন করতে পারবেন না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

মেট্রোনেটের প্যাডে অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘সৈয়দ আলমাস কবীর মেট্রোনেটের নিয়োগপ্রাপ্ত সিইও। আমরা জানতে পারেছি, সৈয়দ আলমাস কবীর বেসিসে মেট্রোনেটের প্রতিনিধি হয়ে জেনারেল মেম্বার ক্যাটাগরিতে নির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বেসিসের দুজন পরিচালকের স্বাক্ষরে ওই পত্রে আরও লেখা হয়েছে, ‘সৈয়দ আলমাস কবির মেট্রোনেটের পরিচালনা পর্ষদ থেকে বেসিস নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন প্রকার অনুমতি নেয়নি। মেট্রোনেটের পরিচালনা পর্ষদে এখন পর্যন্ত তার ভোটার হওয়ার ব্যাপারে কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং এই বোর্ড তার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন অনুমোদন দেয়নি।’

চিঠির শেষাংশে বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে বেসিস নির্বাচন ইস্যুতে সৈয়দ আলমাস কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ ব্যাপারে জানতে সন্ধ্যায় বেসিস ইলেকশন বোর্ড চেয়ারম্যান এসএম কামালের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

(বিডি প্রেস রিলিস/৭ মার্চ/এসএম)


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫