নিউজ ডেস্ক :: ২০ বছর পূর্তি উপলক্ষ্যে তরুণদের নিয়ে ‘ইয়ুথ ফেস্ট’ আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
সংগঠনটির শিক্ষার্থীদের প্লাটফর্ম বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ও তথ্যপ্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দিনব্যাপী ওই আয়োজন হবে।
সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিতব্য ওই আয়োজনে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে কনসার্ট, তথ্যপ্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উদ্ভবনী প্রতিযোগিতা, দিনব্যাপী টেকটক, শিক্ষার্থীদের তৈরি তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রকল্প প্রদর্শন, বেসিস সদস্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা, তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রায়োগিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।
ইয়ুথ ফেস্টের আহবায়ক ও বেসিস মেম্বারস ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, মাত্র ২০ বছর আগে জন্ম নেয়া বেসিস আজ দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্ব দিচ্ছে। বেসিস স্টুডেন্টস্ ফোরামের মাধ্যমে আমরা যেভাবে তরুনদের আইসিটি ইন্ড্রাস্ট্রীর সাথে সম্পৃক্ত করছি, এর ফলে আমি আশা করছি সরকার ঘোষিত মেধা নির্ভর ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্বও দিবে বেসিস।
অনুষ্ঠানে অংশ নিতে চাইলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। তবে অবশ্যই শিক্ষার্থীদের ১২টার মধ্যে অ্যাম্ফিথিয়েটার প্রবেশ করতে হবে।
বিডি প্রেস রিলিস/৫ অক্টোবর ২০১৮/এসএম
Posted on সেপ্টেম্বর ২৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২৪th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩