Follow us

বেভারেজ কুলার নিতে ওয়ালটনের সঙ্গে কোকা কোলার চুক্তি

বেভারেজ কুলার নিতে ওয়ালটনের সঙ্গে কোকা কোলার চুক্তি

নিজস্ব প্রতিবেদক :: ওয়ালটনের কাছ থেকে বিপুল সংখ্যক বেভারেজ কুলার নিচ্ছে বহুজাতিক কোম্পানি কোকা কোলা। কোকা-কোলার নিজস্ব বোতল প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

পণ্যের উচ্চমান নিশ্চিত হওয়ার পর কোকা কোলা ওয়ালটনের কাছ থেকে বেভারেজ কুলার নিচ্ছে।
সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইবিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম।

এ উপলক্ষে ফিতা কেটে ওয়ালটন কারখানায় প্রস্তুতকৃত কোকা কোলার বেভারেজ কুলার এর উদ্বোধন এবং শুভেচ্ছা কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিপিএলের পরিচালক (অপারেশন্স) সুপ্রতীম ঘোষ, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, মোহাম্মদ সিরাজুল ইসলাম, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, আমিন খান, আন্তর্জাতিক বিজনেস ইউনিট (আইবিইউ) এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কিমসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

জানা গেছে, কোকা-কোলার সাপ্লাইয়ার্স গাইডেন্স প্রিন্সিপাল (এসজিপি) অনুযায়ী ওয়ালটন তাদের পণ্যের উচ্চমান নিশ্চিত করে। এসজিপির সমস্ত শর্ত পূরণ করে ওয়ালটন এই বেভারেজ কুলার তৈরি করছে। গ্লোবাল স্টান্ডার্ড নিশ্চিত করার কারণেই আইবিপিএল তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

ওয়ালটনের বেভারেজ কুলার উৎপাদন ইউনিট সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ ও অভিজ্ঞ প্রকৌশলীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে আইপিবিএল এর একটি প্রতিনিধিদল সম্পূর্ণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে এবং সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায় তারা তুষ্ট হন।

ওয়ালটনের কর্পোরেট সেলস বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ওয়ালটনের লক্ষ্য বিশ্বের সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হওয়া। কোকা কোলার সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা এক্ষেত্রে কিছুটা এগিয়ে গেলাম। আইপিবিএল এর সঙ্গে এই চুক্তি ওয়ালটনের জন্য একটি বড় সম্মান।

বিডি প্রেস রিলিস/ ১০ মে ২০১৯ / এমএম


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫