নিউজ ডেস্ক :: দেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম থেকে বিশ্বখ্যাত মার্কিন ব্র্যান্ড ফোর্ডের গাড়ি কিনলেই গ্রাহকরা পাবেন ৫০ হাজার টাকার ডিসকাউন্ট।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিক্রয় এবং বাংলাদেশে ফোর্ড গাড়ির একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এজি অটোমোবাইলস-এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব ভেহিকেলস ইসা আবরার আহমেদ, বিক্রয় ডট কম-এর কি অ্যাকাউন্ট ম্যানেজার অব ভেহিকেলস মিজান খান, এজি অটোমোবাইলসের অপারেশনস ডিরেক্টর ইউসুফ আমান, এজি অটোমোবাইলসের ডিজিএম আবু নাসের মাহমুদ এবং ব্র্যান্ড ম্যানেজার তুলি তারিক।
গ্রাহকরা বর্তমানে ফোর্ড ব্র্যান্ডের ‘ইকোস্পোর্ট’ এবং ‘রেঞ্জার’ মডেলের গাড়িগুলো বিক্রয় থেকে কিনতে পারবেন এবং কিনলেই পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
বিক্রয় ডট কমের হেড অব ভেহিকেলস ইসা আবরার আহমেদ বলেন, ‘গ্রাহকদের আগ্রহের তাগিদেই আমরা ফোর্ড-এর সঙ্গে যুক্ত হয়ে আকর্ষণীয় অফার নিয়ে এসেছি।’
বিডি প্রেস রিলিস/৪ অক্টোবর ২০১৮/এসএম)
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩