নিজস্ব প্রতিবেদক :: ইউএসএআইডি’র ”স্ট্রেংদেনিং মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামিং”-এর আওতায় দুধ পান করান এমন ২৪০০ মা’কে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবে ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই অলাভজনক মানব উন্নয়ন সংস্থাটির সাথে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও এফএইচআই ৩৬০-এর চিফ অফ পার্টি জেনিফার ক্রাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব গভ. প্রজেক্ট অ্যান্ড বিজনেস সেলস মাসরুর চৌধুরী; জিএম, বিজনেস সেলস এ টি এম মাহবুব আলম; ডিজিএম, কী অ্যাকাউন্টস মেহমুদ আশিক ইকবাল; রিলেশনশিপ ম্যানেজার মো. সোমেল রেজা খান এবং এফএইচআই ৩৬০-এর ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর খন্দকার ইরশাদ মাহমুদ ও টেকনিকাল এডভাইজার ড. আয়ান শঙ্কর সিল।
উল্লেখ্য, এফএইচআই বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে পারিবারিক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ১০০টিরও বেশি প্রকল্প পরিচালনা করেছে। এছাড়াও বাংলাদেশের পেমেন্ট ইন্ডাস্ট্রি ও আর্থিক খাতের আধুনিকায়নেও কাজ করেছে সংস্থাটি।
বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯