নিজস্ব প্রতিবেদক :: শিশু পণ্যের জনপ্রিয় বিক্রেতা প্রতিষ্ঠান বেবিশপের শোরুম গুলোতে এখন থেকে বিকাশে পেমেন্ট করা যাবে। সম্প্রতি এ লক্ষে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সঙ্গে বেবি শপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বেবিশপের ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুল হক সম্প্রতি বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন।
শিশুদের প্রয়োজনীয় সকল ধরনের শিশুদের পোশাক, জুতা, খেলনা, টয়লেট্রিজ সামগ্রী থেকে শুরু করে নানান ধরনের শিশুপণ্যর সংগ্রহ রয়েছে এই চেইন শপের। সারাদেশে প্রতিষ্ঠানটির ৬৪টি আউটলেট রয়েছে। এই চুক্তির আওতায় বেবিশপের এর সবগুলো আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুব সোবহান, ম্যানেজার সিরাজুল মাওলা, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর এবং বেবিশপের এর পরিচালক (অপারেশন) চুন্নু মিয়া, জেনারেল ম্যানেজার মো. জামাল উদ্দিন।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা ভিতরে ও বাইরে থাকা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রুপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
বিডি প্রেস রিলিস/০৮ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪