Follow us

বিএইচবিএফসি ও এসকেএসের মধ্যে সমঝোতা চুক্তি সই

 

নিজস্ব প্রতিবেদক :: ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন’ (বিএইচএফসি) এবং ‘সেনা কল্যাণ সংস্থা’র (এসকেএস) মধ্যে সম্প্রতি ঢাকার এসকেএস টাওয়ারের কনফারেন্স রুমে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারকে করপোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক অরুণ কুমার চৌধুরী এবং সেনা কল্যাণ সংস্থার পক্ষে উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহমুদুর রহমান স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের ফলে সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টসের মাধ্যমে নির্মিত/নির্মিতব্য ফ্ল্যাট কিনতে আগ্রহী ব্যক্তিদের খুব সহজে এবং দ্রুত করপোরেশনের ঋণ দেয়া সম্ভব হবে।

বিডি প্রেস রিলিস / ০৪ আগস্ট ২০১৯ /এমএম