নিউজ ডেস্ক :: বাংলাদেশে ব্যবসায়রত জাপানী প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশ একসাথে ক্রেতাদের জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগে উভয় প্রতিষ্ঠান মিলে বাইকারদের জন্য নিয়ে এসেছে অভিনব, আকর্ষণীয় ডিজাইন ও বিভিন্ন রং এর টি শার্ট। মোটর সাইকেল চালক সম্প্রদায়ের জন্য এমন উদ্যোগ দেশে এটাই প্রথম। দেশের তরুণ ক্রেতাদের কথা চিন্তা করে ডিজাইনকৃত এই সব টি শার্ট শুধু বাইকার নয়, অন্যরাও পরিধান করতে পারবে স্বাচ্ছন্দ্যে।
মূলত বাইকার ও তরুণ সমাজের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে এই টি শার্ট। গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশ, উভয় প্রতিষ্ঠানের যেকোন শো-রুমে পাওয়া যাবে এই টি শার্টগুলো। উন্নত গ্রাফিক ডিজাইনের এই টি শার্ট ৬৯০ টাকায় ক্রয় করতে পারবেন ক্রেতারা।
শুক্রবার ৫ অক্টোবর ঢাকায় গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক ও হোন্ডা বাংলাদেশের সিইও ইউচিরো ইশি উভয়ে মিলে এই উদ্যোগের কথা ব্যক্ত করেন।
এ সম্পর্কে গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক বলেন, আমরা সবসময়ই ভোক্তা সাধারণকে উদ্ভাবনী ও ভিন্ন ধারার পোশাক পরিবেশন করতে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগটি সকলের দ্বারাই সমাদৃত হবে।
হোন্ডা বাংলাদেশের সিইও ইউচিরো ইশি এ সম্পর্কে বলেন, “আমি গ্রামীণ ইউনিক্লো’র সাথে এই উদ্যোগে কাজ করে খুশি ও গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে বাইকার তথা তরুণদের নিয়ে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের। তরুণদের রুচিবোধের কথা বিশেষভাবে চিন্তা করে আমরা টি-শার্ট গুলোকে তৈরি করেছি। আশা করি, সবাই নিজ নিজ পছন্দের টি-শার্ট টি ক্রয় করতে পারবেন।”
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.grameenuniqlo.com এবং ফেসবুক: www.facebook.com/grameenuniqlo
বিডি প্রেস রিলিস/১০ অক্টোবর ২০১৮/এসএম
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১১th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২