নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন হাউস ‘বাংলার মেলা’ এই বর্ষায় সকল পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির সকল পণ্যেই পাওয়া যাবে এই ছাড়। বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক একেএম গোলাম মাওলা জানান, সারা বছরের রেগুলার কেনাকাটার পাশাপাশি বাড়তি সুবিধা চান ক্রেতারা। তাদের চাহিদা পূরণ করতেই বর্ষাকালীন ছাড় ঘোষণা করছে বাংলার মেলা। দেশিদশসহ দেশের সকল শোরুমে মিলবে এই ছাড়।
ছেলেদের পাঞ্জাবি, হাফ শার্টের পাশাপাশি মেয়েদের বিভিন্ন পোশাক পাবেন এখানে। সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়িতে করা হয়েছে ব্লক ও হাতের কাজ। সালোয়ার-কামিজে থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভেরিয়েশন। এন্ডি কটন, জয়শ্রি সিল্ক ও মিল খাদিতে উজ্জ্বল সব রঙের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের ম্যাটেরিয়ালের ব্যবহার।
বিডি প্রেস রিলিস / ১৫ জুলাই ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫