নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ লোকাল গাইডের ১২৩তম সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।‘কানেক্ট লাইভ ১৯ এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ’ নামের সম্মেলনটিতে গুগল ম্যাপ নিয়ে আলোচনা করা হয়।শুক্রবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী সম্মেলনটি শেষ হয়েছে। সম্মেলনে সারাদেশ থেকে ১৮৬ গাইড অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাফসান জানি রানা। এতে ছিল গুগল বেসিক ম্যাপিং, ম্যাপ নিয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধান, গুগল স্ট্রিট ভিউ, কানেক্ট ফোরামসহ বিভিন্ন বিষয়।বাংলাদেশ থেকে সম্প্রতি নির্বাচিত কানেক্ট মডারেটর সুমাইয়া জাফরিন চৌধুরী এতে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন চলতি বছর যুক্তরাষ্ট্রে কানেক্ট লাইভ ২০১৯ সম্মেলনে অংশ নেওয়া মাহবুব হাসান।বাংলাদেশ লোকাল গাইডস দীর্ঘ পাঁচ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছে।এসব কাজের মধ্যে রয়েছে গুগল ম্যাপসে কোনো স্থান তৈরি, সেই স্থানের রিভিউ, সঠিক তথ্য ও ছবি দিয়ে সহয়তা করার মতো কাজগুলো।
বিডি প্রেসরিলিস / ০১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯