নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা করেছে টু-হুইলার ও থ্রি-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস। প্রাথমিকভাবে টিভিএস লোগো সম্বলিত জার্সি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও অন্যান্য খেলোয়ারদের নিকট হস্তান্তর করা হয়েছে।
চুক্তি অনুযায়ী টিভিএস জাতীয় ফুটবল দলের আগামী দুই বছরের জন্য স্পন্সর করবে। চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়া কাপের কোয়ালিফায়ার রাউন্ড দিয়ে ফুটবল দলের সাথে স্পন্সর যাত্রা শুরু করবে টিভিএস। এ দুই বছরে বিশ্বকাপ, এশিয়া কাপ কোয়ালিফায়ার ছাড়াও আন্তর্জাতিক ফ্রেন্ডশীপ ম্যাচ ও বিএফএফ ইন্টারন্যাশনাল কাপও রয়েছে। জাতীয় ফুটবল দলের স্পন্সরশীপ ছাড়াও টিভিএস প্রিমিয়ার লীগ ফুটবলে টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
এ উপলক্ষে টিভিএস মোটর কোম্পানি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আর দীলিপ বলেন, টিভিএস সবসময় বাংলাদেশের যুবকদের দৃঢ়ভাবে সাপোর্ট করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। আমরা বাংলাদেশ ফুটবলের দলের স্পন্সর হতে পেরে খুবই আনন্দিত।
বিডি প্রেস রিলিস/ ১৩ জুন ২০১৯ / এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪