নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ থেকে নিজেদের শাখা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছে না আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সানোফি। বুধবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সানোফির জেনারেল ম্যানেজার রামপ্রসাদ ভাট।
জানা গেছে, এ দেশে তাদের এক হাজার কর্মী রয়েছে। ওষুধ উৎপাদন, মজুদ ও সরবরাহে আন্তর্জাতিক মান বজায় রাখে সানোফি, এমন স্বীকৃতি রয়েছে প্রতিষ্ঠানটির। ঢাকার টঙ্গীতে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় যে, দেশ ছেড়ে চলে যাচ্ছে সানোফি। দেশের অনৈতিক বিপণনব্যবস্থাকে দায়ী করে তাদের সকল পণ্যসহই চলে যাচ্ছে সানোফি। যা নিছক গুজোব বলে জানান তিনি।
ফরাসি এ প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে ১৯৫৮ সাল থেকে। সানোফি বাংলাদেশ লিমিটেডের মোট শেয়ারের মধ্যে ৪৫.৩৬ শতাংশ মালিকানা বাংলাদেশ সরকারের। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত এটি একটি লাভজনক প্রতিষ্ঠান।
বিডি প্রেসরিলিস / ০৩ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯