নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল ৩০০ বছরের ঐতিহ্যবাহী জাপানী সিরামিক কোম্পানি ‘আসাহি এইতো’। সোমবার ১১ মার্চ ২০১৯ইং সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশের অ্যাম্বাসেডর হিরোইয়ামু ইযুমি, আসাহি এইতো এর গ্লোবাল প্রেসিডেন্ট কজি মাচিমত, সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো, রাজউকের ডিরেক্টর ডেভেলমেন্ট নগরবিদ মো. আশরাফুল ইসলাম, সুবাসা ওভারসিস ডিভিশনের জিএম এস এম ওয়াসিউল ইসলাম, সুবাসার ওভারসিস ডিভিশনের সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল আহমেদ ভূইয়া, আসাহি এইতোর ডিস্ট্রিবিউটর মারুফ রহমান রাতুল এবং আবু হুরাইরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপান বাংলাদেশের অ্যাম্বাসেডর হিরোইয়ামু ইযুমি বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে জাপান প্রথম এবং এগিয়ে। সেখানে বাংলাদেশের বাজারে জাপানী কোম্পানি হিসেবে আসাহি এইতো যাত্রা শুরুতে আমি স্বাগত জানাচ্ছি।
আসাহি এইতো এর প্রেসিডেন্ট কজি মাচিমত বলেন, আমরা বাংলাদেশে আমাদের আজ থেকে যাত্রা শুরু করলাম। আমাদের পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য হবে এবং তারা পছন্দ করবে সেটাই বিশ্বাস।
সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো বলেন, গ্রাহকদের কাছে দ্রুত পৌছানোর জন্য আমরা বাংলাদেশে শাখা চালু করেছি। আমরা শুধু বিক্রয় করার জন্য আসিনি; গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে জমকালো জাপানী মিউজিক পরিবেশন হয় এবং নৈশভোজনের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।
বিডি প্রেস রিলিস/১২ মার্চ ২০১৯/এসএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪