নিজস্ব প্রতিবেদক :: এস্তোনিয়ার কনস্যুলেট অফিসের যাত্রা শুরু হলো বাংলাদেশে রাজধানী ঢাকার বনানী সাফুরা টাওয়ারের নবম তলায়। সম্প্রতি এই অফিসের উদ্বোধন করেন রিপাবলিক অফ এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোয়েন মিক্সার।
বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল সৈয়দ ফারহাদ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এই অনুষ্ঠানে দেশী ও বিদেশী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সোয়েন মিক্সার তার অনুভূতি প্রকাশ করে বলেন, বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল দুই দেশের মধ্যে ব্যবসা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সংযোগ স্থাপনের পাশাপাশি এস্তোনিয়ার নাগরিকদের কনস্যুলার সহায়তা প্রদান করবেন। সৈয়দ ফারহাদ আহমেদ এস্তোনিয়ার একজন প্রকৃত বন্ধু এবং আমি এখানে আসতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি।
বাংলাদেশে এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনারারী কন্সাল সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, বাংলাদেশে এস্তোনিয়ার কনস্যুলেট অফিস খুলতে পেরে আনন্দিত ও অত্যন্ত গর্বিত। আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি, এটি বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে একটি দৃঢ় ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কনস্যুলেট অফিস উদ্বোধনের পর সোয়েন মিক্সারের সম্মানে ওয়েস্টিন ঢাকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(বিডি প্রেস রিলিস/১৬ সেপ্টেম্বর ২০১৮/এসএম)
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩