Follow us

বসুন্ধরা সিটিতে সারার নতুন আউটলেট

বসুন্ধরা সিটিতে সারার নতুন আউটলেট

নিউজ ডেস্ক :: রাজধানীর অন্যতম শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে ফ্যাশন হাউজ ‘সারা’র নিজস্ব আউটলেট উদ্বোধন করা হয়েছে। এই নিয়ে প্রতিষ্ঠানটির দুইটি আউটলেট ঢাকায় চালু রয়েছে। প্রথমটি মিরপুরের ৬ নম্বর সেকশনে অবস্থিত।

সম্প্রতি বসুন্ধরা সিটির নিচতলার এ ব্লকের এই শোরুম উদ্বোধন করেন সারার মূল প্রতিষ্ঠান স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, সারার হেড অব ডিজাইনার কাশফিয়া নেহরীন, সাবেক ক্রিকেটর খালেদ মাসুদ পাইলট এবং অভিনেত্রী নাবিলাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারার শোরুমে প্রতিষ্ঠানটির নিজস্ব ডিজাইন ও কারখানায় তৈরি শাট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপ, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো, জিন্স, পোলো টি শার্ট, পাঞ্জাবিসহ নানা ধরনের ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে।

স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ বলেন, ‘সারার মূল প্রতিষ্ঠান স্নোটেক্স। আমাদের তৈরি পোশাক দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ঢাকায় এখন আমাদের দুটি শোরুম রয়েছে। পরিকল্পনা রয়েছে ঢাকার বাইরেও শোরুম চালুর’।

তিনি আরো বলেন, ‘আমাদের পোশাক যেমন ফ্যাশনেবল তেমনি আরামদায়ক। দামও হাতের নাগালে। আশা করি ক্রেতারা আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি পোশাক পরে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবেন।’

মিরপুর ও বসুন্ধরা সিটির ‘সারা’র নিজস্ব শোরুম ছাড়াও অনলাইন থেকেও কিনতেন পারবেন। সারার ওয়েবসাইট থেকে পণ্য কিনে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা পাবেন। এছাড়াও সারার ফেসবুক পেজ থেকেও পোশাক কেনার জন্য অর্ডার করা যাবে।

ওয়েবসাইট: www.saralifestyle.com.bd
ফেসবুক: www.facebookcom/saralifestyle.bd

বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম


Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
LATEST POSTS
ডিজিটাল প্ল্যাটফর্ম এক্সট্রা অ্যাপ

Posted on ফেব্রুয়ারী ২০th, ২০১৯

ওয়ালটনের নতুন ফোরজি ফোন

Posted on ফেব্রুয়ারী ২০th, ২০১৯

ব্যাগপ্যাকার্সের ২১ শতাংশ ছাড়

Posted on ফেব্রুয়ারী ২০th, ২০১৯

অনলাইনে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস ফি

Posted on ফেব্রুয়ারী ১৯th, ২০১৯

ফোরকান হোসেনের উদ্যোগ ‘হ্যালো ডাক্তার প্রো’

Posted on ফেব্রুয়ারী ১৮th, ২০১৯

ব্যাগপ্যাকার্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Posted on ফেব্রুয়ারী ১৭th, ২০১৯

ক্ষয়ক্ষতি ছাড়াই হাজারো রোগী স্থানান্তর করে এ্যাম্বুলেন্স

Posted on ফেব্রুয়ারী ১৭th, ২০১৯

গ্রন্থমেলায় সাংবাদিক ইমনের তিনটি বই

Posted on ফেব্রুয়ারী ১১th, ২০১৯

ভালোবাসা দিবসে সোহানের তিন মিউজিক ভিডিও

Posted on ফেব্রুয়ারী ১১th, ২০১৯

ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি!

Posted on ফেব্রুয়ারী ১১th, ২০১৯