নিজস্ব প্রতিবেদক :: ভয়াবহ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অন্তত একদিনের বেতনের অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালো শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার। অনার বাংলাদেশের কর্মীরা তাদের একদিনের বেতনের অর্থ দিয়ে বন্যার্তদের সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে।
টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। বন্যার্ত এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।
অনার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনার বাংলাদেশের কর্মীরা সম্মতিক্রমে একদিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। দেশে এখন যে বন্যা পরিস্থিতি চলছে, এমন সময় বন্যার্তদের বিভিন্ন ধরনের সহায়তা দরকার। মানুষের এই বিপদে সবারই উচিত সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সহায়তা-সহযোগিতা করা।
বিডি প্রেসরিলিস/২৮ আগস্ট ২০২৪/এএ
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫