Follow us

বনানীতে জিওর্দানোর আউটলেট

নিজস্ব প্রতিবেদক ::  রাজধানীর বনানীতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল হংকং বেজড বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জিওর্দানোর ৪র্থ আউটলেট। সম্প্রতি বনানীর ১১ নম্বর রোডের এফ ব্লকের বাড়ি নং ৫৪ তে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, গাজী টিভির চিফ এডিটর সৈয়দ ইসতিয়াক রেজা ও অতিরিক্ত সচিব মাহবুব রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিওর্দানোর বাংলাদেশে এক্সক্লুসিভ সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান নীরা ইন্টারন্যাশানের উপদেষ্টা প্রফেসর লাইজু আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আবদুল্লাহ মোহাইমেন, ডিজাইনার প্রকৌশলী মাকসুদুল হক প্রমুখ।

বনানীর জিওর্দানো আউটলেট সূত্রে জানা যায়, ১২৫০ বর্গফুটের এই আন্তর্জাতিক স্টোরে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য অত্যাধুনিক টেক্সটাইল প্রযুক্তিতে তৈরি উচ্চমানের স্টাইলিস্ট টি-শার্ট, পলো-টিশার্ট, অক্সফোর্ড শার্ট, রিঙ্কেল ফ্রি শার্ট, প্যান্ট, জিন্স, জগার, শর্টস, ক্যাপ, ইনারওয়ার, চশমা, ঘড়ি, জুতা, লেদার আইটেমসহ জিওর্দানোর সব পণ্য পাওয়া যাবে।

জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন জানান, জিওর্দানোর পণ্য কিনতে আমাদের দেশের মানুষকে কষ্ট করে আর ব্যাংকক, মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে হবে না। ক্রেতারা এখন ঢাকা থেকেই জিওর্দানোর পণ্য কিনতে পারবেন। বনানীর এই আউটলেটটিসহ রাজধানীতে এখন আমাদের চারটি আউটলেট রয়েছে। এসব আউটলেট থেকে ক্রেতারা মানসম্পূর্ণ পণ্য কিনতে পারবেন। বনানীর আউটলেটটির উদ্বোধন উপলক্ষে আগামী ৭দিন জিওর্দানোর সব আউটলেটে সব পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় থাকবে।

উল্লেখ্য, ১৯৮১ সালে হংকং-এ প্রতিষ্ঠিত জিওর্দানো বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশে অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত। এছাড়া বিশ্বব্যাপী তাদের প্রায় চার হাজার ৮০০টি আউটলেট রয়েছে।


LATEST POSTS
পেকুয়ায় ওয়ালটন প্লাজার যাত্রা শুরু

Posted on জুলাই ১৬th, ২০২০

সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চ হোল ক্যামেরা নিয়ে বাজারে অপো এ৯২

Posted on জুলাই ১৬th, ২০২০

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনলো ওয়ালটন

Posted on জুলাই ১৬th, ২০২০

ঈদে আসছে রিয়েলমি সিক্স

Posted on জুলাই ১৫th, ২০২০

বিআরটিএ’র সকল ফি পরিশোধ করা যাবে বিকাশে

Posted on জুলাই ১৫th, ২০২০

ঈদে আসছে রিয়েলমির পরিধানযোগ্য এআইওটি ‘রিয়েলমি ওয়াচ’

Posted on জুলাই ১৪th, ২০২০

উচ্চমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ওয়ালটন

Posted on জুলাই ১৪th, ২০২০

চট্টগ্রামের পূর্ব ষোলশহরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ১৪th, ২০২০

ইনফিনিক্স ফোনের দাম কমল

Posted on জুলাই ১৪th, ২০২০

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে হুয়াওয়ে

Posted on জুলাই ১৪th, ২০২০