নিউজ ডেস্ক :: বাংলাদেশের নেতৃস্থানীয় ইউটিউব নেটওয়ার্ক এবং ডিজিটাল বিনোদন প্রদানকারী বঙ্গ ইতিমধ্যে ৫টি সফল বছর পার করেছে। এ ছাড়া বঙ্গবিডিই হল বাংলাদেশের প্রথম ইউটিউব গোল্ডেন বাটনধারী চ্যানেল।
গ্রামীণফোন দ্বারা প্রচারিত লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ ‘বায়োস্কোপ’ এর জনক বঙ্গবিডি ২০১৭ সালে লাভ করেন আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড। ২ কোটিরও অধিক সাবস্ক্রাইবার এই নেটওয়ার্কের ২৫০টির অধিক চ্যানেল রয়েছে যার মধ্যে সালমান দ্য ব্রাউনফিশ, মাছরাঙ্গা টিভি, ভাই-ব্রাদার্স, তাওহীদ আফ্রিদি ও গান ফ্রেন্ডস অন্যতম।
উন্নয়নের ধারাবাহীগোতায় সম্প্রতি গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় বঙ্গ অভ্যন্তরীন ‘ডেমো ডে’ প্রেসেন্টেশন। প্রায় সব কয়েকটি বিভাগই এতে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গের প্রতিষ্ঠাতা আহাদ মোহাম্মদ ভাই, নাভিদুল হকসহ অপারেশন ডিরেক্টর ফায়েজ তাহের ও সিওও ক্যারেল কুইপেরি। অনুষ্ঠানে বঙ্গ-এর প্রতিটি ডিপার্টমেন্ট তুলে ধরে বঙ্গ-এর উন্নয়নের নানা দিক। শেষে, সবাইকে তাদের কনটেন্ট আইডিয়া পিচ করতে ৬০ সেকেন্ডস করে সময় দেয়া হয়।
বঙ্গ বিশ্বাস করে কোম্পানির মধ্যে অনেক সৃজনশীল ধারনা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা স্বাগত জানাই সকলের কনটেন্ট আইডিয়াকে এবং চলতি মাসে এসব সৃজনশীল ধারনা নিয়ে আমার বঙ্গ অরজিনালসে তৈরি করতে যাচ্ছি’ এমনটাই জানালেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ ভাই। এর সাথে ঘোষণা করেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মধ্যপ্রাচ্যের পাশাপাশি বঙ্গ খুব শিগগিরই মায়ানমারের তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে !
এ ছাড়া সাধারণ মানুষ বঙ্গ-এর সাথে কনটেন্ট আইডিয়া শেয়ার করতে পারবেন, কনটেন্ট ধারনা দিয়ে মেইল করুন : talent@bongobd.com
বিডি প্রেস রিলিস/৪ অক্টোবর ২০১৮/এসএম)
Posted on সেপ্টেম্বর ২৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২৪th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩