নিজস্ব প্রতিবেদক :: এফ আর মটরস, এসিআই মটরস’র ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসাবে কুমিল্লাতে তার যাত্রা শুরু করলো। কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ভিডিও বার্তার মাধ্যমে উক্ত ফোটন শো-রুম উদ্বোধন করেন এ সি আই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস। ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহ আলাল মজুমদার, লালমাই কলেজের অধ্যাপক জনাব ফারুক ডিলার জনাব মো: ইউসুফ আমিন (ফরহাদ), এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভার্থীবৃন্দ।
এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এ নিশ্চিত করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং এসিআই মটরস নিশ্চিত করবে দেশব্যাপী বিক্রয়ত্তর সেবা, যন্ত্রাংশ সহজলভ্যতা এবং গ্রাহকদের সন্তুষ্টি।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মটরস এই বছর গাড়ি বিক্রি শুরু করে।
বিডি প্রেস রিলিস/ ২০ মে ২০১৯ / এমএম
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪