Follow us

ফরিদপুর প্রতিনিধি ::‌ এমপি নির্বাচিত হলে দল–মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। ঈগল প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারের শুরুতে এমন অঙ্গীকারই করলেন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী জনতা মনোনীত স্বতন্ত্র এ প্রার্থী।

সোমবার সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঈগল প্রতীক বরাদ্দ পান দোলন। বিকালে আলফাডাঙ্গার কামারগ্রামে বাবা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। পরে তাঁর বাসভবনের সামনে সমবেত হাজার-হাজার কর্মী-সমর্থকের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন দোলন।

ঈগল প্রতীকের প্রার্থী দোলন বলেন, ‘আমি ফরিদপুর-১ আসনের মানুষের জন্য কাজ করে আসছি। এমপি নির্বাচিত হলে সবার জন্য কাজ করবো। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলাকে আমূল বদলে দেবো।’এর আগে দোলন ঈগল প্রতীক বরাদ্দ পাওয়ার পর আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের মানুষের ভিড় বাড়তে থাকে কামারগ্রামে তাঁর বাড়ির দিকে। দুপুরের দিকেই তা ছাড়িয়ে যায় কয়েক হাজারে।

বিকালের দিকে মিছিলের পর মিছিলে তৈরি হয় গণজোয়ার। জনতা ‘৭ জানুয়ারি সারাদিন, দোলনের ঈগলে ভোট দিন, দোলন ভাই দোলন ভাই, ঈগল মার্কায় ভোট চাই, এমপি হলে দোলন, হবে প্রচুর উন্নয়ন, ফরিদপুর-১ আসন, যোগ্য প্রার্থী দোলন’সহ নানা স্লোগানে মুখরিত করে তোলে পরিবেশ।

আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশারর মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য জননেতা। প্রপিতামহ কাঞ্চন মুন্সীর নামে ফাউন্ডেশন গড়ে গত দুই দশক ধরে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার মানুষের জন্য নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছেন।

দেশজুড়ে খ্যাত অনুসন্ধানী সাংবাদিক আরিফুর রহমান দোলন নিজের হাতে গড়া জাতীয় পর্যায়ের গণমাধ্যম ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। পাশাপাশি তিনি ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল। একাধিক প্রতিষ্ঠান তৈরি করে তিনি হাজারো মানুষের জীবিকার সংস্থান করেছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, ফরিদপুর-১ আসনে অন্য প্রার্থীদের নিয়ে কমবেশি বিতর্ক থাকলেও দোলন একেবারে ক্লিন ইমেজের। বিশেষ করে তার পরিবার শত বছর ধরে গোটা অঞ্চলের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সেই হিসাবে দোলন এমপি হলে নিঃসন্দেহে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলাকে নানামুখী উন্নয়নে আমূল বদলে দেবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচার চালাতে পারবেন ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী ভোটে লড়ছেন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, এই নির্বাচনে ভোট দিতে পারবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ ও নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০২৩ /এমএম  


LATEST POSTS
বন্যার্তদের পাশে আইএসডির শিক্ষার্থীরা

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

ড. মো. সবুর খানকে সম্বর্ধনা

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

বড়পর্দায় মুক্তি পাচ্ছে রং ঢং

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪

নতুন মডেলের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা : সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

চীন সফরে উইমেন ইন টেকের ৩ বিজয়ী

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

ইউসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪