Follow us

ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় শাওমি

 

নিজস্ব প্রতিবেদক :: শাওমি যাত্রার মাত্র নয় বছরের মধ্যে প্রথমবারের মতো ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় জায়গা করে নিয়েছে। সম্প্রতি শাওমি কর্পোরেশন (“শাওমি” অথবা “গ্রুপ”; স্টক কোড: ১৮১০: হংকং)-এর এক ঘোষণা থেকে এ তথ্য জানা যায়।

২০১৯ সালের ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় ৪৬৮তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে বেইজিং-ভিত্তিক গ্লোবাল টেকনোলজি লিডার এই কোম্পানি। গত অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ছিল ২৬,৪৪৩.৫০ মিলিয়ন ইউএস ডলার এবং মোট লাভ ছিল ২,০৪৯.৫০ মিলিয়ন ইউএস ডলার। কোম্পানিটি ইন্টারনেট সার্ভিসেস অ্যান্ড রিটেইলিং ক্যাটাগরিতেও ৭ম স্থান অর্জন করেছে।

শাওমি’র ফাউন্ডার, চেয়ারম্যান ও সিইও লেই জুন বলেন, “মাত্র নয় বছরে শাওমি ফরচুন গ্লোবাল ৫০০ লিস্টে জায়গা করে নিয়েছে। আমাদেরকে সবসময় সমর্থন করে এসেছে এমন সকল মি ফ্যান ও ব্যবহারকারীদেরকে এই মাইলফলক অর্জনে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই বছরের তালিকায় সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি হিসেবে স্থান অর্জন আমাদের জন্য একটি গর্ব করার মতো অর্জন, যা আমরা সবসময় মনে রাখব এবং যা আমাদের বিশ্বব্যাপী সম্প্রসারণ যাত্রায় নতুন মাত্রা নিয়ে আসবে”।

তিনি আরও বলেন, “বিগত কয়েক বছরে আমরা আমাদের কোর স্ট্র্যাটেজিস, ম্যানেজমেন্ট স্ট্রাকচারস, টেকনোলজি রিসার্চ ও ডেভেলপমেন্ট সিস্টেমস, প্রোডাক্ট লাইনআপস, ব্র্যান্ড ডেভেলপমেন্টস এবং অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন ও সমন্বয় সাধন করেছি। এই পদক্ষেপগুলি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিদের সাথে কঠিন প্রতিযোগিতার সময়ও শাওমি’কে ক্রমাগত উজ্জল করতে সক্ষম করেছে। এই সম্মান আমাদের সাধনার সমাপ্তি ঘোষণা করে না, বরং এটি কেবল একটি নতুন শুরু। আমাদের দর্শনভঙ্গি অনুযায়ী, আমাদের মি ফ্যান, ব্যবহারকারী ও বিনিয়োগকারীদের জীবন আরো বেশি উপভোগ্য করে তুলতে আমরা সবসময় অনেস্ট প্রাইসে অসাধারণ ও অত্যন্ত উদ্ভাবনী সব পণ্য নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ”।

২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত শাওমি মূলত একটি ইন্টারনেট অব থিংস (আইওটি) প্ল্যাটফর্ম দ্বারা কানেক্টেড স্মার্টফোন ও স্মার্ট হার্ডওয়্যারসহ ইন্টারনেট কোম্পানি, যা জুন মাসে ফরচুন’স চায়না ৫০০ লিস্টেও ৫৩তম জায়গা করে নেয়।

২০১২ সালে কোম্পানিটির বিক্রয় রাজস্ব ছিল প্রায় ১০,০০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১,৪৫৩.৭২ মিলিয়ন ইউএস ডলার) এবং ২০১৭ সালে ১০০,০০০ মিলিয়ন ইউয়ান (আনুমানিক ১৪,৫৩৭.২১ মিলিয়ন ইউএস ডলার)।

শাওমি ধারাবাহিকভাবে তার শক্তিশালী কনজ্যুমার ব্র্যান্ড ইকুইটি এবং সম্ভাবনাময় অগ্রগতি সমৃদ্ধ করে চলেছে। তার জন্য কোম্পানির অনন্য ও শক্তিশালী বিজনেস মডেল “ট্রায়াথলন” এবং এর ডুয়েল কোর স্ট্র্যাটেজি “স্মার্টফোন প্লাস এআইওটি” বিশেষ প্রশংসার দাবি রাখে।

বিডি প্রেস রিলিস / ২৩ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫