নিজস্ব প্রতিবেদক :: প্রযুক্তিতে দক্ষ কারিগর হিসেবে ৫২ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো এমন সম্মাননা দিয়েছে ক্রিয়েটিভ আইটি।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করা ৭০০ কারিগরি শিক্ষার্থী পেয়েছেন দক্ষতার সনদ, ৫০০ শিক্ষার্থী পেয়েছেন জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার সুযোগ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ও প্রথম আলোর হেড অফ ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য এস এম আল ইমরান, বাংলাদেশ আওয়ামীলীগের আইটি অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান, ক্রিয়েটিভ আইটির এক্সিকিউটিভ ডিরেক্টর পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা আট ক্যাটেগরিতে ৫২ প্রযুক্তি দক্ষ কারিগরের হাতে পুরস্কার তুলে দেন।
অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ি অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ডিসট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড।
এছাড়াও নির্বাচিত ৫০০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় জব প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র।
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে প্রযুক্তিতে দক্ষ কারিগরদের অনুপ্রেরণা দেন বুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মো. কায়কোবাদ, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. রহমান, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, বোল্ডের প্রেসিডেন্ট কাজী এম. আহমেদ প্রমুখ।
বিডি প্রেস রিলিস/ ১৭ জুন ২০১৯ / এমএম
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১১th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২