নিজস্ব প্রতিবেদক :: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এতে দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নেতৃত্বে অংশ নিয়েছে ‘উইন্ড অব চেঞ্জ’ প্যানেল। বেসিসের মূল্য লক্ষ্য ও সদস্যদের প্রত্যাশা পূরণ করতে চায় প্যানেলটি।
‘নতুন উদ্যমে, নবরূপে’ স্লোগানের এই প্যানেলে প্রযুক্তি খাতে অভিজ্ঞ সফল ব্যবসায়ী কিন্তু বেসিস নির্বাহী কমিটি নির্বাচনে নতুন এমন এক ঝাঁক উদ্যমী প্রার্থী রয়েছেন। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ ফখরুল হাসান (রাসেল), এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রেজওয়ানা খান, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, রাইট ব্রেইন সল্যুউশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ খান এবং এ আর কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান।
বেসিসের যে পরিবর্তনে কাজ করবে এই প্যানেল
বেসিসের সদস্যরা যেসব প্রত্যাশা করেন সেসব বিষয় নিয়েই কাজ করবে এই প্যানেল। এর মধ্যে রয়েছে- শুধুই ইভেন্ট আয়োজন নয়, এর মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো; শুধুই ‘হাইপ’ তৈরি করা নয় এর ফলাফল তৈরি করা; শুধুই প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়ন ঘটানো; আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার পরিবর্তে সদস্য সেবা দ্রুত ও সহজীকরণ এবং শুধু নীতিমালা প্রণয়ন নয়, এর বাস্তবায়ন ঘটানো।
বেসিস সদস্যরা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন তা দূর করা
বেসিস সদস্যরা যেসব বিষয়গুলোতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন সেগুলো দূর করতে কাজ করবে উইন্ড অব চেঞ্জ প্যানেল। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে- “সদস্যরা নতুন ব্যবসা ও সম্প্রসারণের সুযোগ এবং বাজারে প্রবেশাধিকার পান না। অভ্যান্তরীণ বাজারে প্রবেশাধিকার সীমিত; বাজারে বিদেশি কোম্পানি এবং বিদেশি পণ্যের আধিপত্য অনেক বেশি (সরকারি এবং বেসরকারি উভয় ধরণের প্রকল্পেই); যোগ্যতাহীন কোম্পানিগুলোর অস্বাভাবিক ‘প্রাইস কোটেশন’; সরকারি সহায়তা ও প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও ন্যায্য প্রবেশাধিকারের অভাব; দক্ষ লোকবলের অভাব (মূলত সিনিয়র/মধ্যম লেভেলে, প্রকল্প/পণ্য ব্যবস্থাপনা, বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে); আউটসোর্সিং বাজার সীমিত হয়ে পড়েছে এবং মুনাফা কমে যাচ্ছে; অনুমতি ছাড়াই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান কর্মী নিয়ে যাচ্ছে (বিশেষ করে ভালো কর্মীগুলো); সীমিত ব্যাংক লোন এবং ভেঞ্চার ফান্ডিং সুবিধা, ইইএফ এবং সরকারি অন্যান্য তহবিল সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতা; ট্যাক্স/এআইটি এবং ভ্যাট ইস্যুতে ভোগান্তি (প্রতিষ্ঠানের ক্লায়েন্ট এবং ট্যাক্স অফিসার উভয়ের মাধ্যমে) এবং অবাণিজ্যিক এলাকায় অফিস পরিচালনা করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া”। এসব প্রতিবন্ধকতা দূরীকরণে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে এই প্যানেল।
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ‘উইন্ড অব চেঞ্জ’ এর প্রতিশ্রুত উদ্যোগ
বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ব্যবসা ক্ষেত্র তৈরিতে;
(১) সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘ইনসোর্সিং’ জনপ্রিয় করতে বেসিস রিসোর্স শেয়ারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেন সদস্যদের প্রকল্পগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে। এ প্রক্রিয়ায় ক্ষুদ্র ও মাঝারি সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে।
(২) বেসিস দেশের পেশাদারি ডিজিটাল মার্কেটিং কো¤পানির সহায়তায় সদস্যদের অনলাইন মার্কেটিং সুবিধা দেবে। এজন্য ‘ডিজিটাল প্রমোশন অ্যাডভাইজরি এবং সাপোর্ট সার্ভিস’ প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মিডিয়ায় তাদের পণ্য/সেবার প্রচার পেশাদারিভাবে এবং স্বল্পমূল্যে করার সুবিধা পাবে। (৩) সদস্যদের পণ্য ও সেবার বাজার বৃদ্ধিতে বাণিজ্য সংগঠনসমূহ এবং বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে (যেমন সিটিও ফোরাম, আইসিএবি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এইচআর প্রফেশনাল গ্রুপ ইত্যাদি)।
(৪) সফটওয়্যার বিষয়ে বাজার সচেতনতা সৃষ্টির জন্য প্রতিমাসে বিভিন্ন ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং সম্ভাব্য ক্লায়েন্টদের (যেমন- ব্যাংক, ইউনিভার্সিটি, গার্মেন্টস, ফার্মাসিটিক্যাল ইত্যাদি) নিয়ে যৌথ সভার আয়োজন করা হবে।
(৫) নতুন নতুন প্রযুক্তি নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে (যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন, ডাটা সায়েন্স প্রভৃতি)।
(৬) প্রতি মাসে ‘মেম্বার টক’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন ক্ষেত্রে সফল সদস্য প্রতিষ্ঠানগুলোকে এ অনুষ্ঠানে তাদের ব্যবসায়িক মডেল, আইডিয়া ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হবে। মেম্বার টেক অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার এবং অন্যান্য ডিজিটাল মিডিয়ায় প্রচার করা হবে।
(৭) বেসিস সফটএক্সপোর ধরণ এবং ফরম্যাট পরিবর্তন করা হবে যেন এটি পুরোপুরি বিটুবি মার্কেট প্লেসের রূপ নিতে পারে। বেসিসের ওয়েবসাইট নতুন করে সাজানো হবে যাতে সদস্যরা তাদের পণ্য ও সেবা সঠিকভাবে ‘প্রমোট’ করতে পারে।
(৮) সদস্যদের উপযুক্ত পরামর্শ ও দিকনিদের্শনা দিতে ‘প্রোডাক্ট ফোরাম’ গঠন করা হবে, যাতে সার্ভিস কোম্পানিগুলো তাদের সার্ভিসগুলোকে প্রোডাক্ট হিসেবে রুপান্তর করতে পারে।
(৯) বাজার সম্প্রসারণে ঢাকার বাইরে আঞ্চলিক কার্যক্রম বাড়ানো হবে (যেমন: চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী) এসএমই এবং সোহো সেগমেন্ট টার্গেট করে।
(১০) দেশের বাইরেও বেসিসের ‘লিয়াজো অফিস’ খোলা হবে (যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি)। এ কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদেরও যুক্ত করা হবে।
(১১) নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান করা হবে (যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য) এবং সেসব দেশের সংশ্লিষ্ট আইটি অ্যাসোসিয়েশনের সঙ্গে বেসিসের অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।
(১২) বিদেশি সফটওয়্যারের আগ্রাসন থেকে স্থানীয় বাজারকে রক্ষা করা প্রয়োজন। এক্ষেত্রে বিদেশি সফটওয়্যারের অবৈধ আমদানি সঠিকভাবে শনাক্ত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর সঙ্গে যৌথভাবে বেসিস কাজ করবে।
বেসিসকে আরো কার্যকরী এবং সদস্যবান্ধব হিসেবে প্রতিষ্ঠা করতে যেসব কাজ করবে উইন্ড অব চেঞ্জ প্যানেল।
(১) বেসিসে একজন সিইও নিয়োগ দেওয়া হবে এবং বেসিস সচিবালয় পেশাদারিভাবে পরিচালনা করা হবে।
(২) বেসিস সদস্যদের নিয়মিত ‘ত্রৈমাসিক বৈঠক’ এর আয়োজন করা হবে।
(৩) বেসিসের মাসিক কার্যক্রমের প্রতিবেদন সদস্যদেরকে পাঠানো হবে।
(৪) স্ট্যান্ডিং কমিটির সভাগুলোতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ‘অনলাইন মিটিং’ সুবিধা চালু করা হবে।
(৫) সদস্যদের জন্য বিভিন্ন ধরণের পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হবে (বেস্ট প্রোডাক্ট অ্যাওয়ার্ড, বেস্ট ওয়ার্কপ্লেস অ্যাওয়ার্ড, বেস্ট আইটি ইউজ অ্যাওয়ার্ড)।
(৬) সদস্যদের বিনোদনের জন্য ‘বেসিস রিক্রিয়েশন ক্লাব’ প্রতিষ্ঠা করা হবে।
(৭) বেসিস পরিচালকদের জন্য অফিস টাইম চালু করা হবে। প্রত্যেক পরিচালক সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ে বেসিস কার্যালয়ে উপস্থিত থাকবেন।
(৮) সদস্যদের জন্য একটি ‘অভিযোগ সেল’ চালু করা হবে (দরপত্র স¤পর্কিত অভিযোগ, পাইরেসি, অনুমতি ছাড়াই কর্মীর চলে যাওয়া ইত্যাদি অভিযোগ জানাতে পারবেন)।
(৯) বেসিস রিসার্চ সেল প্রতিষ্ঠা করা হবে এবং ইন্ডাস্ট্রির প্রকৃত অবস্থা ও ট্রেন্ড উপস্থাপনে বার্ষিক ‘সফটওয়্যার এবং আইটিইএস শিল্প পর্যালোচনা’ রিপোর্ট প্রকাশ করা হবে এবং (১০) সদস্য ফি এবং অন্যান্য সেবা ফি অনলাইনে পরিশোধের ব্যবস্থা করা হবে।
ফান্ড এবং ব্যবসায়িক সেবা সহায়তায় উদ্যোগ যেসব নেবে এই প্যানেল-
(১) সদস্যদেরকে অফিস স্পেস কেনার জন্য সর্বনিম্ন ইএমআই সুবিধায় দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা (১০-১৫ বছর) প্রদান করার উদ্যোগ নেয়া হবে।
(২) বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ইইএফ নীতিমালা এবং প্রক্রিয়া আরো সহজতর করা হবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করে সফটওয়্যার/আইটিইএস প্রতিষ্ঠানের এসএমই লোনের সুবিধার জন্য সুদের হার ৫% এর কম করার উদ্যোগ নেয়া হবে।
(৩) ‘ক্রেডিট গ্যারান্টি ফান্ড’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে, যাতে বেসিসের ছোট সদস্য প্রতিষ্ঠানগুলো ‘কলাটেরাল ফ্রি’ স্বল্প-মেয়াদী ব্যাংক লোন/ ওয়ার্কিং ক্যাপিটাল লোন পেতে পারে।
(৪) সফটওয়্যার এবং হাইটেক পার্কে বেসিস সদস্যদের অফিস স্পেস বরাদ্দে (স্বচ্ছ প্রক্রিয়ায়) অগ্রাধিকারের উদ্যোগ নেয়া হবে।
(৫) সদস্য আইটি প্রতিষ্ঠানগুলোর ভ্যালু নির্ধারণে খ্যাতনামা প্রতিষ্ঠানের সহায়তায় বেসিস ‘কোম্পানি ভ্যালুয়েশন সার্ভিস’ প্রতিষ্ঠা করবে, যেন তা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের দ্বারা কোম্পানির মূল্যায়ন প্রক্রিয়ায় ব্যবহার করা যায়।
(৬) বাংলাদেশের বাইরেও অফিস প্রতিষ্ঠায় সফটওয়্যার এবং আইটিইএস কোম্পানিগুলোর জন্য বিশেষ অনুমতির ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থার চেষ্টা করা হবে।
(৭) এক্সপোর্ট ক্যাশ সাবসিডির জন্য হেল্প ডেস্ক গঠন করা হবে এবং
(৮) ভ্যাট এবং ট্যাক্স ইস্যুতে সহায়তায় হেল্প ডেস্ক গঠন করা হবে।
বিআইটিএম কার্যক্রম পরিচালনায় যেসব উদ্যোগ নেওয়া হবে
(১) বেসিস/বিআইটিএমের চলমান ট্রেনিংগুলো সদস্য কোম্পানিগুলোর মাধ্যমে ‘আউটসোর্স’ করা হবে। বিআইটিএম সরাসরি বাণিজ্যিক প্রশিক্ষণ সেবা প্রদান করবে না।
(২) সদস্য কোম্পানিগুলোর দেওয়া প্রশিক্ষণের মান নিশ্চিতের জন্য ‘বিআইটিএম অ্যাক্রেডিটেশন সিস্টেম’ গঠন করা হবে।
(৩) বেসিস ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি (বিইউএটি) চালুর অনুমতি প্রক্রিয়া শুরু করা হবে।
(৪) বেসিস সদস্যদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ‘সেন্টার অব মেশিন লার্নিং অ্যান্ড এআই’ এবং ‘সেন্টার অব ডিজিটাল সিকিউরিটি’ সেন্টার স্থাপন করা হবে।
যেসকল নীতিমালা/রুলস পরিবর্তনে উদ্যোগ নেয়া হবে- ফান্ডিং
(১) আইটি কোম্পানিগুলোর জন্য স্পেশাল এসএমই লোন নীতিমালা।
(২) আইটি কোম্পানিগুলোর জন্য ভেঞ্চার ক্যাপিটাল নীতিমালা এবং
(৩) ইইএফ নীতিমালা পরিমার্জন করে উদ্যোক্তাদের ব্যক্তিগত সম্পদের বিবরণীর বাধ্যবাধকতা রহিতকরণ এবং প্রকল্পের আকার অনুযায়ী আইপি মূল্যায়ন সর্বনিন্ম ৫০ শতাংশে বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হবে।
বাজার সুরক্ষায়
(১) সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা ক্রয়ের ক্ষেত্রে নতুন পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন) গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নেয়া হবে, যেখানে সরকারি প্রকল্পে স্থানীয় কোম্পানিগুলোর অগ্রাধিকার নিশ্চিত এবং স্থানীয় ভ্যালু ন্যূনতম/বাধ্যতামূলক ৫০ শতাংশ হবে।
(২) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা এবং কাস্টমসের নীতিমালায় পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হবে, যেন কোনো বিদেশি সফটওয়্যারের ক্রয় ও ব্যবহার ‘অবৈধ আমদানী’ হিসাবে বিবেচিত হয়, যদি তা বাংলাদেশ ব্যাংক এবং এনবিআরের পূর্ব অনুমোদন না পেয়ে থাকে।
(৩) একটি নির্দিষ্ট দর/মূল্যের বাইরে যেকোনো সফটওয়্যার আমদানির জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলকভাবে অনুমতি/ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতার উদ্যোগ নেওয়া হবে।
(৪) শুধুমাত্র স্থানীয় নিবন্ধিত কোম্পানিগুলোকে অনলাইন কনটেন্ট বা সোশ্যাল মিডিয়ায় ব্যবসার অনুমতি দেওয়ার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
(৫) বিদেশি জায়ান্ট এবং টেলিকম কোম্পানিগুলোর দৌরাত্ব থেকে স্থানীয় ইকমার্স, ডিজিটাল সার্ভিস এবং কনটেন্ট প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় বিদেশি বিনিয়োগ নীতিমালা এবং ইন্টারনেট নিরপেক্ষতা (নেট নিউট্রালিটি) নীতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ট্যাক্স ও ভ্যাট ইস্যুতে
(১) আইটিইএস পরিষেবার ক্ষেত্রে বিদ্যমান ৪.৫ শতাংশ ভ্যাট কমিয়ে ০ (শুন্য) শতাংশ করার উদ্যোগ নেওয়া হবে।
(২) কর অব্যাহতি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক কর অব্যহতিকরণ সনদ পরিহার করার উদ্যোগ নেওয়া হবে।
(৩) আইটি ট্রেনিংকে আইটিইএস সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট অব্যাহতিতে একই সুবিধা পাওয়া যায়।
(৪) সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা উভয় পরিষেবায় যেকোনো ধরণের বিল পরিশোধের ক্ষেত্রে অগ্রিম এআইটি এবং ভ্যাট (টিডিএস) কেটে রাখার বাধ্যবাধকতা পরিহার করার উদ্যোগ নেওয়া হবে।
লুনা শামসুদ্দোহা বলেন, প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মধ্য দিয়ে বেসিসকে নতুন উচ্চতায় নিতে হলে নেতৃত্বে বড় পরিবর্তন দরকার। সে জন্য দরকার অভিজ্ঞ ও উদ্যমী কর্মী। এসব বিষয় মাথায় রেখেই এই প্যানেল সাজানো হয়েছে।
তিনি বলেন, প্যানেলভুক্তরা এই ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে কাজ করায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং একই সঙ্গে সফলতাও অর্জণ করেছেন। এটিই আমাদের শক্তি। প্রার্থীরা তাদের বৈচিত্রময় অভিজ্ঞতা ও উদ্ভাবনী নতুন ভাবনা দিয়ে বেসিসকে এগিয়ে নিয়ে যাবেন।
(বিডি প্রেস রিলিস/২৫ মার্চ/এসএম)
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ১৩th, ২০২৪