নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কেনাকাটার জন্য গ্রাহকদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার নিয়ে এসেছ ‘নগদ’। সারাদেশে ৫০টি বেশি ব্র্যান্ডের আউটলেটে তিনটি ক্যাটাগরিতে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট।
পূজা উপলক্ষে চালু হওয়া ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় লাইফস্টাইল, ই-কমার্স এবং রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। অফারটি প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী বিভিন্ন মেয়াদে চলবে।লাইফস্টাইলের ক্যাটাগরিতে গ্রাহকেরা বেবি শপ, টপ টেন, রাইজ, কে ক্রাফট, অঞ্জন্স, রো ন্যাশন, রঙ বাংলাদেশ, বিশ্ব রঙ, সেইলর, ক্যাটস আই লিমিটেড, সারা লাইফস্টাইলসহ বেশকিছু ব্র্যান্ড থেকে কেনাকাটায় পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।
নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটগুলোতে নগদ মার্চেন্ট কিউ আর অথবা নগদ অ্যাকাউন্টের মার্চেন্ট পে অপশনের মাধ্যমে কেনাকাটার মূল্য পরিশোধ করলে ক্যাশব্যাক অফারটি পেয়ে যাবেন গ্রাহকেরা।এ ছাড়াও পূজা উপলক্ষে অনলাইনের মাধ্যমে যেকোনো পণ্য কেনাকাটায় এসএসএল গেটওয়ের মাধ্যমে ‘নগদ’-এ পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট। পোশাক, ফার্নিচার, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ক্যাটেগরির অনলাইন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ক্যাসুয়াল পোলো, পার্ফিউম বাংলাদেশ, গুডি ব্রো, কে ক্রাফট, প্রাইড, রিবানা, স্নিকার পিম্প শপিং কর্নারসহ এমন আরও অনেক ব্র্যান্ড। অফারটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। তবে, এই অফারটি ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
পূজার খুশিতে ভিন্ন মাত্রা যোগ করতে পছন্দের মিষ্টি ও খাবারের দোকানে ‘নগদ’ পেমেন্টে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ওয়েল ফুড, ক্লাসিক সুইটস, বাংলার মিষ্টি, কেক স্টোরি, ব্যাংকার্স কাফে অ্যান্ড রেস্টুরেন্টসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এই অফার। অফারগুলো চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০২২ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫