নিজস্ব প্রতিবেদক :: টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পুষ্টি কনজ্যুমার বাজারে নিয়ে এসেছে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যবসায় গ্রুপটি জানায়, সোমবার টি কে ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’-এর শুভ উদ্বোধন করেন গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার।
এসময় গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমাস রাইসুল গণি, জি এম (ফ্যাক্টরি) তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর হায়দার বলেন, পুষ্টি ব্র্যান্ড সব সময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় পুষ্টি ব্র্যান্ড নিয়ে এসেছে আরেকটি নতুন পণ্য ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’ যা খুব শিগগিরই ভোক্তাদের আস্থা অর্জন করবে।
বিডি প্রেসরিলিস /০৩ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৮th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১