নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা পিকমি’র পেমেন্ট করা যাবে বিকাশে। এ লক্ষ্যে সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সাথে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা পিকমি’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিকাশের হেড অফিসে প্রতিষ্ঠাটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পিকমি’র চিফ এক্সিকিউটিভ অফিসার ওমর আলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
এই চুক্তির ফলে পিকমি অ্যাপ থেকেই সহজেই বিকাশ পেমেন্টে ভাড়া পরিশোধ করা যাবে। রাইডের পেমেন্ট বিকাশ করতে গ্রাহককে রাইড শেষে পিকমি অ্যাপেই পেমেন্ট অপশন হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট’ নির্বাচন করতে হবে, যেখানে বিকাশ নির্বাচন করলে বিকাশ পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সবশেষে বিকাশ একাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড এবং বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
বিকাশ দিয়ে পেমেন্টের সুযোগ যোগ হওয়ায় এখন থেকে পিকমি রাইডের পেমেন্টের জন্য ক্যাশের ওপর নির্ভরতা দূর হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর কমার্শিয়াল বিভাগের শাফায়েতুল ইসলাম খান, হেড অফ টেলিকম এন্ড অনলাইন পেমেন্ট; ফয়সাল শহীদ, জেনারেল ম্যানেজার, অনলাইন পেমেন্ট; সৈয়দ নাঈম আহমেদ, একাউন্ট ম্যানেজার; নওরিন শারাফ সাদিয়া, কি একাউন্ট ম্যানেজার এবং পিকমি’র মেশকাত হোসেইন, ডিরেক্টর; অমিত চক্রবর্তী, চিফ অপারেটিং অফিসার; শরিফুল ইসলাম তারেক, সিনিয়র বিজনেস ম্যানেজার ও রবিউল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং।
বিডি প্রেস রিলিস/ ১৩ জুন ২০১৯ / এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫