নিজস্ব প্রতিবেদক :: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ ডেটা সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালার মূখ্য প্রশিক্ষক ছিলেন ডেটাফুলের প্রতিষ্ঠাতা পলাশ দত্ত।
অনুষ্ঠানে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, তথ্য প্রযুক্তির যুগে নতুন সাংবাদিকতার যে নতুন পরিসর তৈরি হয়েছে, সেখানে ডেটা সাংবাদিকতার অনেক গুরুত্ব রয়েছে। প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কর্মশালার আয়োজন করায় পিআইবিকে ধন্যবাদ জানাই। যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা সাংবাদিকতার নতুন এ ধরন নিয়ে সামনে গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আশা করছি।
সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, পিআইবি ডেটা সাংবাদিকতা নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন করেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের সাংবাদিকতার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতার নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। ভবিষ্যতে ডেটা সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতার আরও নিত্য নতুন ও সময়োপযোগী ধারা নিয়ে প্রশিক্ষণ আয়োজন ও সাংবাদিকদের মান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রশিক্ষণে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালাটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।
বিডি প্রেস রিলিস / ৩০ জুন ২০১৯ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫