নিজস্ব প্রতিবেদক :: রাস্তায় অবৈধ পার্কিং যাতে না হয় সে লক্ষে নিরাপদ পার্কিং নিয়ে কাজ করছে ‘পার্কিং কই’। অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিরাপদ জায়গায় পার্কিং খুঁজে আপনার মূল্যবান গাড়িটি পার্ক করার ব্যবস্থা করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এবার ‘পার্কিং কই’ তাদের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা নিয়ে এসেছে। সম্প্রতি পার্কিং কই এবং পিকমি লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের সবচেয়ে বড় পার্কিং শেয়ারিং প্লাটফর্ম এর গ্রাহকরা পিকমির রাইডের ডিসকাউন্টেড প্রোমো কোড ব্যবহার করতে পারবেন এবং পিকমির গ্রাহকরা ঢাকার যে কোনো জায়গায় মাসিক অথবা ঘণ্টা ভিত্তিক পার্কিং এ পাবেন অবিশ্বাস্য মুল্য ছাড়।
চুক্তি স্বাক্ষরের সময় পার্কিং কই এবং পিকমি লিমিটেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ‘পার্কিং কই’-এর প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, আমরা আমাদের এই সেবাকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এই ধররের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করে নিরাপদ পার্কিং ব্যবস্থা তৈরি করতে। পার্কিং নিরাপদ হলে যানজট কমে আসবে।
পার্কিং কই বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় পার্কিং শেয়ারিং প্ল্যাটফর্ম যা প্রতি মাসে ১ লাখ ৮ হাজার ঘণ্টা এবং ৩০ হাজার গ্রাহকে সেবা দিয়ে যাচ্ছে।
‘পার্কিং কই’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে https://goo.gl/EA3EMN এই ঠিকানায়।
বিডি প্রেস রিলিস/ ২০ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪