নিজস্ব প্রতিবেদক :: উৎসব-পার্বণ ও ঋতু অনুযায়ী পোশাক তৈরি করে ফ্যাশন ট্রেন্ডে ক্রেতাদের হালনাগাদ করতেই ২০১৫ সালের ৩ এপ্রিল যাত্রা শুরু করে সেইলর। ২০১৯ সালে তাদের চার বছর পূর্তি হলো। এ উপলক্ষে ৫ এপ্রিল সন্ধ্যায় নগরীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে তারা আয়োজন করেছিল ফ্যাশন শো। সেখানে প্রদর্শিত হয় তাদের বৈশাখী কালেকশন। মডেলদের গায়ে শোভা পায় বৈশাখী পোশাকগুলো। শিশুদের পোশাক পরে র্যাম্পে উপস্থিত হয় বেশ কিছু শিশু মডেলও। ফ্যাশন শোর কোরিওগ্রাফার ছিলেন মাহমুদুল হাসান মুকুল।
ফ্যাশন শোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন
চার বছর পূর্তি উপলক্ষে ফ্যাশন হাউজের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন আল মামুন বলেন, ‘দেশের লোকদের সুন্দর পোশাক পরাব বলেই আমরা যাত্রা শুরু করেছিলাম। বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতা ভালো। আমাদের নিজস্ব একটা কাস্টমার বেইজ করে উঠেছে। কম পয়সায় গ্রাহক যাতে ভালো মানের পোশাক পরতে পারে, সেটাই সেইলরের লক্ষ্য।’
সেইলরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও ) রেজাউল কবির জানান, সেইলর তারুণ্যের ফ্যাশন প্ল্যাটফর্ম। তাই তারুণ্যের জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড পোশাকের ক্যানভাসে তুলে ধরার কাজটাই করবে ব্র্যান্ডটি। ব্র্যান্ড হিসাবে এর অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের জন্য ফ্যাশনেবল সুন্দর পন্য দিয়ে তাদেরকে আরও আত্ববিশ্বাসী করে তোলা। কোন ক্রেতা যদি পন্যের গুনগত মান নিয়ে সুন্তুষ্ট না থাকেন তাহলে যেকোন সময় সেইলর সেই পণ্য পরিবর্তন করে থাকে। এছাড়া সেইলর সবসময় ক্রেতাদের সর্বোচ্চ মানের ভোক্তা অধিকার সেবা প্রদানে সচেষ্ট। পাশাপাশি সেইলর ক্রেতাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে তৈরি করছে নতুন নতুন বিশাল ফ্ল্যাগশিপ স্টোর।
বর্ষপূর্তির অনুষ্ঠানে ফ্যাশন শো ছাড়াও ব্যান্ডসংগীতেরও আয়োজন করা হয়েছিল।
অভিজ্ঞ ডিজাইনারদের তৈরি বৈচিত্র্যময় পোশাক নিয়ে সারা দেশে এখন মোট ১৩ টি আউটলেট আছে সেইলরের।
বিডি প্রেস রিলিস/ ০৭ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪