Follow us

পলো প্লাসে ঈদ কলেকশন

নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন হাউস পলো প্লাস এনেছে আরামদায়ক কাপড়ে তৈরি বর্ণিল ঈদ কালেকশন। এ কালেকশনের পোশাকগুলোর কালার ও ডিজাইনে আছে ঈদের ভিন্ন মাত্রার আমেজ।কালেকশনে রয়েছে পলো শার্ট, শার্ট ও টি-শার্ট। খুচরা ও পাইকারি কেনা যাবে। পলো প্লাসের শো রুম আজিজ সুপার মার্কেটে।

বিডি প্রেসরিলিস /১৭ এপ্রিল ২০২১ /এমএম