Follow us

নিখোঁজ শব্দের খোঁজে

Coca-Cola

নিজস্ব প্রতিবেদক :: কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড মাতৃভাষা দিবস এবং ভাষার মাসকে কেন্দ্র করে এ বছর আয়োজন করেছিল ‘নিখোঁজ শব্দের খোঁজে’ ক্যাম্পেইন। কেউকেটা, সমীচীন, সম্পৃক্ত, বালখিল্য…ধরনের শব্দগুলোর ব্যবহার এখন আর বাংলা ভাষায় দেখা যায় না। বাংলা ভাষায় পূর্বে ব্যবহৃত শব্দগুলোকে আবারো ফিরিয়ে আনার জন্যেই কোকা-কোলা বাংলাদেশ ফেব্রুয়ারি মাসের শুরুতেই চালু করে ‘নিখোজ শব্দের খোঁজে’ শিরোনামে মাসব্যাপী ভাষা দিবস ক্যাম্পেইন।

গত তিন বছরে কোকা-কোলা ভাষার প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশে ভাষার জন্যে ‘মাতৃভাষা ছড়িয়ে দাও, ভালবাসায় ভরিয়ে দাও’ ‘সম্পর্ক উদযাপন ক্যাম্পেইন’ এর মতো কর্মসূচি হাতে নিয়েছিল।

‘নিখোজ শব্দের খোঁজে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে কোকা-কোলার পক্ষ থেকে একটি ওয়েবসাইট খোলা হয়। ৩ ফেব্রুয়ারি ওয়েবসাইট চালুর পর ফেব্রুয়ারি মাস জুড়ে লক্ষাধিক মানুষ এটি ভিজিট করেছে। ফেসবুকে হারিয়ে যাওয়া বাংলা শব্দ নিয়ে ছিল শব্দ শিকার কুইজ এবং অনলাইনে নিখোঁজ বাংলা শব্দ জমা দেওয়ার ব্যবস্থা। ৩৬ হাজার মানুষ কুইজে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৬৬ জন পুরস্কৃত হয়েছেন। বিজয়ীদের বাসায় পৌছে গিয়েছে এক কেস কোকা-কোলা। ক্যাম্পেইনে ১২,০০০ হাজারের বেশি মানুষ শব্দ জমা দিয়ে অবদান সনদ নিয়েছে। তবে অনেক শব্দের পুনরাবৃত্তি হওয়ায় কোকা-কোলার ওয়েবসাইটে ৫,৫০০ শব্দ জমা হিসেবে দেখানো হয়েছে।

ক্যাম্পেইনে মানুষের সাড়া ছিল ব্যাপক, বিশেষ করে তরুণদের কাছে। ক্যাম্পেইনে সাড়া দিয়ে খ্যাতিমান কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকও শব্দ জমা দিয়ে সনদ নিয়েছেন। শব্দ জমা দিয়ে সনদ নিয়েছেন চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা, সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারসহ অনেক খ্যাতনামা ব্যক্তি।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান বলেন, ‘কোকা-কোলা সবসময় স্থানীয় ভাষা এবং সংস্কৃতির আদান প্রদানে বিশ্বাসী এবং উৎসাহ যোগায়। মানুষ সব সময়ই স্থানীয় ভাষায় কথা বলতে বা মনের ভাব প্রকাশ করতে ভালবাসে। আর এ কারণেই স্থানীয় ভাষায় জন্য কাজ করতে পেরে কোকা-কোলা আনন্দিত।

 

(বিডি প্রেস রিলিস/১১ মার্চ/এসএম)


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪