নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় ইলেকট্রিক ব্র্যান্ড ‘ক্লিক’ বিজয়ের মাস উপলক্ষে ‘ক্লিক এলইডি বিজয়ের আলো’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় রাস্তার অলি-গলি কিংবা চলাচলের এমন স্থান যেখানে কোনো মানুষ বিশেষ করে নারীরা আলো না থাকার কারণে নিরাপদে পথচলায় সমস্যার সম্মুখীন হচ্ছেন- এমন স্থানে আলো জ্বালানোর ব্যবস্থা করবে ক্লিক।
যেকোনো ব্যক্তি তার এলাকার এমন অনিরাপদ জায়গা চিহ্নিত করে ক্লিক-এর ফেসবুক পেজে কর্মসূচি সংক্রান্ত পোস্টের কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারবেন। ক্লিক-এর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয়তা যাচাই করার পর সেখানে এলইডি লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করবে।
এ বিষয়ে ক্লিক-এর হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, দেশে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে অন্ধকার থাকায় আমাদের মা-বোনরা নিরাপদে পথ চলতে নানা ধরনের বাধার সম্মুখীন হন। ওই সব গুরুত্বপূর্ণ স্থানে তাদের নিরাপদ পথচলার জন্য আমরা আলোর ব্যবস্থা করতে এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, শনিবার (১৩ ডিসেম্বর) থেকে আমাদের ক্যাম্পেইনটি শুরু হয়েছে। শুরুর পর থেকেই আমরা ক্যাম্পেইন নিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক স্থানে আলোর ব্যবস্থা করতে অনুরোধ পেয়েছি। আমরা এসব বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ক্লিক-এর ফেসবুক পেজে সমস্যা তুলে ধরা যাবে বলেও জানান তিনি।
বিডি প্রেসরিলিস /১৫ ডিসেম্বর ২০২০ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৪th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২nd, ২০২৩
Posted on জানুয়ারি ২৬th, ২০২৩
Posted on জানুয়ারি ২৪th, ২০২৩
Posted on জানুয়ারি ১৮th, ২০২৩
Posted on জানুয়ারি ১৭th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৬th, ২০২৩
Posted on জানুয়ারি ৫th, ২০২৩