নিজস্ব প্রতিবেদক :: টি পি মটরস, এ সি আই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসাবে নরসিংদীতে তার যাত্রা শুরু করলো। নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে অবস্থিত ফোটনের শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নরসিংদী চেম্বার অফ কমার্স এর সাবেক ভাইচ প্রেসিডেন্ট শফিকুল ইসলাম শেখ, ফোটন চায়না থেকে আগত কান্ট্রি ম্যানেজার চার্লস, ট্র্যাফিক ইন-চার্জ গোলাম মাওলা তালুকদার, ডিলার সাগার সাহা ও সঞ্জয় সাহা, এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রেস রিলিস / ৩০ জুলাই ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫