নিজস্ব প্রতিবেদক:: নরসিংদীর স্টেশন রোডের বৌয়াকুড় মোড়ে উদ্বোধন হয়ে গেল গ্রামীণ ইউনিক্লোর ১৭তম আউটলেট। বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক সহ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন হয় আউটলেটটির।
উদ্বোধন উপলক্ষে শো-রুমটিতে ১৫ থেকে ১৯ মে পর্যন্ত বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের আয়োজন করে ব্র্যান্ডটি।
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, নরসিংদীর এই শো-রুম উদ্বোধনের মধ্য দিয়ে আজ গ্রামীণ ইউনিক্লো ১৭তম আউটলেটের মাইলফলকে পৌছুলো। আশাকরি, অদূর ভবিষ্যতে আমরা সারা দেশের মানুষের মাঝে আমাদের সেবা পৌঁছে দিতে সক্ষম হবো।
গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে মূলত তিনটি বৃহৎ সামাজিক উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে:
১. প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ব বাজারের উপযোগী মানব সম্পদে পরিণত করা ও সর্বোচ্চ মানের কর্মপরিবেশ প্রদানের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হওয়া।
২. দেশীয় পোশাক শিল্পের প্রযুক্তি, উৎকর্ষতা ও কমপ্লাইয়েন্স উন্নয়নের জন্য একসাথে কাজ করা ও গার্মেন্টস শিল্পে নিয়োজিত মানব সম্পদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যা সুস্থ ও সঠিক জীবন যাপনে সহায়তা করবে।
৩. দারিদ্রতা ও প্রাকৃতিক দূর্যোগে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা এবং এর মাধ্যমে এই দুস্থ ও অসহায় মানুষের ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হওয়া।
গ্রামীন ইউনিক্লো আউলেট লোকেশন: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড ও জয়দেবপুর বাজার রোড।
বিডি প্রেস রিলিস/ ২৫ মে ২০১৯ / এমএম
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২০th, ২০২৩
Posted on নভেম্বর ১৬th, ২০২৩
Posted on নভেম্বর ১৩th, ২০২৩