নিজস্ব প্রতিবেদক :: নতুন দুইটি সেলফি ফোন আনল শাওমি। মডেল মি সিসি নাইন এবং মি সিসি নাইন ই। সম্প্রতি চীনে সিসি সিরিজের নতুন এই দুই ফোন অবমুক্ত করেছে শাওমি। ফোন দুইটিতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
চীনে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ভার্সনের মি সিসি নাইনের দাম ১৭৯৯ ইয়েন। একই মডেলের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ভার্সনের দাম ১৯৯৯ ইয়েন।অন্যদিকে শাওমি মি সিসি নাইন ই মডেলের দাম ১২৯৯ ইয়েন। একাধিক স্টোরেজ ও মেমোরি ভার্সনে এই ফোন পাওয়া যাবে।ফোন দুইটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।
মি সিসি নাইন ফোনে ৬.৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। ফোনটির পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ ব্যবহার করা হয়েছে। এতে ৪৯ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর ব্যবহৃত হয়েছে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
বিডি প্রেস রিলিস / ০৪ জুলাই ২০১৯ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫