Follow us

নতুন ফ্লাগশিপ ফোন আনল রিয়েলমি

 

নিজস্ব প্রতিবেদক :: গ্লোবালি লঞ্চ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বাংলাদেশে লঞ্চ হলো রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি নিও ২। সোমবার (৮ নভেম্বর) এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি উন্মোচিত হয়েছে।একইসঙ্গে, প্রযুক্তিপ্রেমীদের জন্য দেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন সি২৫ওয়াই ও নারজো ৫০আই এবং দুটি এআইওটি ডিভাইস- রিয়েলমি প্যাড ও ব্যান্ড ২ বাজারে এনেছে রিয়েলমি। পাশাপাশি লঞ্চ হয়েছে জিটি নিও ২ এর সঙ্গে সমন্বয় রেখে বাডস এয়ার ২।

জিটি নিও ২ নজর কাড়বে এর নিও গ্রিন কালার এবং ডুয়েল গ্লাস ব্যাক ডিজাইনের কারণে। স্মার্টফোনটির চমৎকার ফিচার হলো এর স্টেইনলেস-স্টিল ভিসি কুলিং প্লাস প্রযুক্তি এবং চিপসেটে ইন্ডাস্ট্রির প্রথম ডায়মন্ড থার্মাল জেলের ব্যবহার – এটি ফোনের পারফরম্যান্সকে অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি, হেভি গেমিং, মাল্টি-টাস্কিংয়ের সময় ফোনটি স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও ২ শক্তিশালী একটি ফোন। এতে ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। পাশাপাশি, ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম থাকায়, মোট ১৩ জিবি র‌্যাম পাওয়া যাবে ফোনটিতে। জিটি নিও ২ ফোনের দাম পড়বে ৩৯,৯৯০ টাকা।

অপরদিকে লো-এন্ডের সি২৫ওয়াই ফোনে রিয়েলমি প্রথমবারের মতো নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। এই ফোনে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৮ ওয়াট কুইক চার্জার, ইউনিসক টি৬১০ শক্তিশালী প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি কেনা যাবে ১৩,৯৯০ টাকায়।

একইসঙ্গে বাজারে আসা অলরাউন্ডার স্মার্টফোন নারজো ৫০আই ব্যবহারকারীদের দেবে গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা। এর উচ্চ-ক্ষমতাসম্পন্ন ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ওটিজি রিভার্স চার্জ দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা। ফোনটি মিন্ট গ্রীণ ও কার্বন ব্ল্যাক কালারে ৪ জিবি/৬৪ জিবি সংস্করণে বাজারে এসেছে। দাম পড়বে ১০,৯৯০ টাকা।

এছাড়াও, রিয়েলমি বাজারে এনেছে বহুল প্রতীক্ষিত ৬.৯ মিলিমিটার আল্ট্রা স্লিম রিয়েলমি প্যাড। এই প্যাডের উন্মোচনের মাধ্যমে রিয়েলমি হাই-এন্ড টেকনোলজির দিকে অগ্রসর হচ্ছে। হেলিও জি৮০ গেমিং প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইস ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত সাউন্ড ও দেখার অভিজ্ঞতা। এই ডিভাইস টানা ৬৫ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে এবং এতে টানা ১২ ঘণ্টা ভিডিও দেখা যাবে। বাজারে এ ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাচ্ছে – রিয়েল গোল্ড ও রিয়েল গ্রে। ৩ জিবি/৩২ জিবি সংস্করণটির মূল্য ২০,৯৯০ টাকা এবং ৪ জিবি/৬৪ জিবি সংস্করণটির মূল্য ২২,৯৯০ টাকা।

একইসঙ্গে বাজারে আসা, ৩.৫ সেন্টিমিটারের বড় কালার ডিসপ্লে ও স্মার্ট এআইওটি কন্ট্রোল সমৃদ্ধ রিয়েলমি ব্যান্ড ২ – এর বাজারমূল্য ৩,৪৯৯ টাকা। এতে ৯০টি স্পোর্টস মোড রয়েছে এবং এটি দিচ্ছে ১২-দিনের ব্যাটারি লাইফের নিশ্চয়তা। পাশাপাশি, জিটি নিও ২ এর সঙ্গে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন এবং ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম ৩,৪৯৯ টাকা।

আগামী ৯ নভেম্বর রাত ৯ টায় রিয়েলমি এবং দারাজের সোশ্যাল প্লাটফর্ম, দারাজ অ্যাপে লাইভ শো অনুষ্ঠিত হবে, যেখানে দেশের খ্যাতনামা ইনফ্লুয়েন্সার্সরা ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমির বিশেষ অফারের বিস্তারিত তুলে ধরবেন। ১৫ নভেম্বর তারিখে প্রথম অনলাইন সেলে জিটি নিও ২ দারাজে ৩৬,৯৯০ টাকায় পাওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ০৯ নভেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

রান্নার প্রস্তুতি সহজ করবে মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪