নিউজ ডেস্ক :: রাপু বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো মাল্টিমোড ওয়্যারলেস কম্বো ৮১০০এম। নতুন ও অত্যাধুনিক এই কম্বোতে রয়েছে মাল্টিমোড কিবোর্ড ও মাউস (ওয়্যারলেস ২.৪জি, ব্লুটুথ ৩.০, ব্লুটুথ ৪.০ ও রিয়েলটাইম ডিপিআই বাটন)।
যার মাধ্যমে একইসঙ্গে একাধিক ডিভাইসে কাজ করা যাবে। এর মাল্টিফাংশনের কারণেই বর্তমানে এই কম্বো গ্রাহকদের নজর কেড়েছে।
এই কম্বোটিতে রয়েছে মাল্টিমিডিয়া হট-কি। যাতে রয়েছে মিডিয়া প্লেয়ার, হোমপেইজ ও ভলিউম এডজাস্টমেন্টের সুবিধা। এই মাউসটিতে আরও রয়েছে লেজার সেন্সর ও ১৩০০ ডিপিআই ট্রাকিং ইঞ্জিন। শুধু তাই নয় এর ব্যাটারি লাইফের জন্য বাজারে এই কম্বোর চাহিদা দিনদিন বেড়েই চলেছে।
কিবোর্ড ও মাউস কম্বোটি পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ২৫০ টাকায়।
বিডি প্রেস রিলিস/১৪ অক্টোবর ২০১৮/এসএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫