নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে নটরডেম কলেজের ভর্তি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে সম্প্রতি নটরডেম কলেজে এক অনুষ্ঠানে অধ্যক্ষ ফাদার হেমান্ত পিয়ূস রোজারিও এবং বিকাশের চীফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নটরডেম কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও এবং বিকাশ এর হেড অব সেলস ইমন কল্যান দত্ত, হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলি আহম্মেদ, হেড অব এক্সর্টানাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, লীড-কী একাউন্ট ম্যানেজমেন্ট মো: মাহবুবুর রহমান চৌধুরী, লীড-কী একাউন্ট ম্যানেজার রাইয়ান মাহমুদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা।
বিডি প্রেস রিলিস/ ১৮ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫