নিজস্ব প্রতিবেদক :: দ্রুতগতির স্মার্টফোন আনছে ভিভো। মডেল ভিভো এস৯ই। এই ফোনে ১২ জিবি র্যাম থাকছে। ৮ জিবি র্যাম ভার্সনেও ডিভাইসটি পাওয়া যাবে।
ফোনটিতে মিডিয়াটেকের দ্রুতগতির প্রসেসর ডায়মেনসিটি ৮২০ মডেলের প্রসেসর থাকছে। স্টোরেজ ২৫৬ জিবির।ফোনটিতে ৬.৪৪ ইঞ্চির বড় ডিসপ্লে দেয়া হয়েছে। এই ডিসপ্লেতে অ্যামোলিড প্যানেল রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ।
এই স্মার্টফোনে ডুয়াল-ফ্রন্ট ক্যামেরা থাকবে, যার প্রাইমারি সেন্সর ৪৪ মেগাপিক্সেলের এবং এছাড়াও এতে আর একটি৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরও থাকছে সেকেন্ডারি হিসেবে।
ফোনে সেলফির জন্য পাঞ্চ-হোল কাটে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। এছাড়াও রিয়ার প্যানেলে কোয়াড সেটআপে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হচ্ছে। যদিও অন্যান্য সেকেন্ডারি সেন্সরগুলো সম্পর্কে কিছুই জানা যায়নি।
অত্যন্ত শক্তিশালী ৪১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই ভিভো স্মার্টফোনে। যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি ৫জি সাপোর্টেড।ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ ভার্সনে।
বিডি প্রেসরিলিস /২২ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫