Follow us

দেয়ালে ঝোলানো যাবে লেনেভোর ট্যাব

 

নিজস্ব প্রতিবেদক :: ট্যাবলেট প্রেমীদের সুখবর দিয়েছে লেনোভো। একসঙ্গে দুটি ট্যাবলেট উন্মোচন করেছে তারা। ডিভাইস দুটি হলো স্মার্ট ট্যাব ১০ ও স্মার্ট ট্যাব এম৮।

স্মার্ট ট্যাব ১০কে ইয়োগা স্মার্ট ট্যাবও বলা হচ্ছে। এর সঙ্গে একটি স্ট্যান্ড আছে। স্ট্যান্ডে একটি ছিদ্র থাকায় চাইলে এটি দেয়ালেও ঝোলানো যাবে। সুবিধামতো চারটি অবস্থানে ট্যাবটি রাখা যাবে।

ট্যাবলেটটিতে আছে ১০ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন ১৯২০ বাই ১২০০ পিক্সেল। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণে ট্যাবটি পাওয়া যাবে। প্রসেসরে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩৯। ব্যাটারির শক্তি হবে ৭০০০ এমএএইচ। এর পেছনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।স্ট্যান্ড থাকায় লেনেভোর ট্যাবটি চাইলে চারভাবে রাখা যাবে। ছবি : দ্য ভার্জ

স্মার্ট ট্যাব এম ৮ এ আছে ৮ ইঞ্চির ডিসপ্লে, রেজুলেশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। ডিভাইসটির র‍্যাম ২ জিবি, প্রসেসরে আছে কোয়াড-কোর মিডিয়াটেকএ২২। এর পেছনে আছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সামনে আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারির শক্তি ৫০০০ এমএএইচ।

স্মার্ট ট্যাব ১০ বাজারে আসবে এ মাসের শেষে। ট্যাবটির দাম ধরা হয়েছে ২৪৯ ডলার (২০ হাজার ৯১৬ টাকা)। স্মার্ট ট্যাব এম৮ পাওয়া যাবে ১১৯ ডলারে (৯ হাজার ৯৯৬ টাকা)। বাজারে আসবে অক্টোবরে।

বিডি প্রেসরিলিস / ০৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫