Follow us

দেশে হুয়াওয়ের নোভা সিরিজের ফ্ল্যাগশিপ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশে নোভা সিরিজের ফোনে অনেক জনপ্রিয়তা পেয়েছে হুয়াওয়ে। এবার দেশে সিরিজটির একটি ফ্ল্যাগশিপ উন্মোচন চীনা প্রতিষ্ঠানটি।বুধবার হুয়াওয়ের কার্যালয়ে ‘নোভা ফাইভটি’ মডেলের ডিভাইসটি দেখায় প্রতিষ্ঠানটি।

নোভা ফাইভটি ডিভাইসটির ডিসপ্লে ৬.২৬ ইঞ্চির টিএফটি এলসিডি আইপিএস। ফুল এইচডিপ্লাস ডিসপ্লের রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল।প্রতিষ্ঠানটি দাবি করছে, তারা ফোনটিতে সবচেয়ে দ্রুতগতির ফিঙ্গারপ্রিন্ট আনলক বাটন রেখেছে। যা রয়েছে ডিভাইসটির ডান সাইডে। এটি ডিসপ্লেতে কিংবা ডিভাইসের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চেয়ে বেশি দ্রুতগতির হবে। যা আনলক করা যাবে মাত্র ০.৩ সেকেন্ড সময়ে বলে জানায় হুয়াওয়ে।

পিছনে ১.৮ অ্যাপারচারের ট্রিপল ক্যামেরা রয়েছে ৪৮ মেগাপিক্সেলের। যার একটি ১৬ এবং দুটি দুই মেগাপিক্সেলের। এছাড়াও সেলফি ক্যামেরা রয়েছে ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল।ডিভাইসটিতে রয়েছে আট জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। আর ব্যবহার করা হয়েছে শক্তিশালী কিরিন ৯৮০ অক্টা কোর প্রসেসর।

ইএমইউআই ৯.১ বেজড অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।রয়েছে ফাস্ট চার্জিং সুবিধার ৩৭৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে দেড় ঘণ্টা।ক্র্যাশ ব্লু, মিডসামার পার্পেল এবং ব্ল্যাক রঙে পাওয়া যাবে ফোনটি। বুধবার থেকেই দেশের সুপরিচিত ই-কমার্স সাইট পিকাবু ডটকমে প্রি-বুকিং শুরু হয়েছে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

১৮ সেপ্টেম্বর ফোনটি ক্রেতারা হাতে পাবেন এবং সেদিন থেকেই দেশের বাজারে হুয়াওয়ের নোভা ফাইভটি বিক্রি শুরু হবে।ফোনটির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা

বিডি প্রেসরিলিস / ১১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫