Follow us

দেশের বাজারে নতুন দুই নকিয়া ফোন

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে দুটি নকিয়া ফোন এনেছে এইচএমডি গ্লোবাল। ফোন দুটির মডেল নকিয়া ৩.২ ও নকিয়া ২.২।নকিয়া ৩.২ ফোনে আছে ৬ দশমিক ২৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯। ব্যাকআপের জন্য আছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

নকিয়া ২.২ ফোনে থাকছে ৫ দশমিক ৭১ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসরে আছে কোয়াড কোর মিডিয়াটেক এ২২ চিপসেট। ব্যাকআপ দিতে আছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।দুটি ফোনেরই পেছনের ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল ও সামনের ৫ মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই।

স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, নকিয়া ২.২ এর ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স ও ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন। এখনও পর্যন্ত আমাদের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লের ফোন হলো নকিয়া ৩.২।নকিয়া ৩.২ ফোনের ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৩ হাজার ৪৯৯ টাকা। নকিয়া ২.২ ফোনের ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

দেশের বাজারে নকিয়া ৩.২ আপাতত শুধু দারাজ ডটকমেই পাওয়া যাবে। নকিয়া ২.২ সারা দেশের বিভিন্ন স্টোরে পাওয়া যাবে আজ থেকে।স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইফফাত জহুরসহ আরও অনেকে।

বিডি প্রেস রিলিস / ১৬ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি এবং ওয়ানস্টপ সার্ভিস চালু ওয়ালটনের

Posted on ডিসেম্বর ৫th, ২০২২

আইসিএমএবির ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেলো ইনডেক্স এগ্রো

Posted on ডিসেম্বর ৫th, ২০২২

শিশু প্রসাধনী নিয়ে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

Posted on ডিসেম্বর ৩rd, ২০২২

“বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট: বাংলাদেশের মুক্তির উপায়” শীর্ষক বার্ষিক সম্মেলন

Posted on নভেম্বর ২৯th, ২০২২

সোনালী ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চুক্তি

Posted on নভেম্বর ২৯th, ২০২২

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ‘নগদ’

Posted on নভেম্বর ২৭th, ২০২২

নতুন মডেলের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন

Posted on নভেম্বর ২৭th, ২০২২

ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো আরো একটি বোয়িং ৭৩৭-৮০০

Posted on নভেম্বর ২৭th, ২০২২

সর্বাধিক ছয়টি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on নভেম্বর ২২nd, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটলকে তারুণ্যের রঙে রাঙিয়ে দিলো স্কিটো

Posted on নভেম্বর ২২nd, ২০২২