নিজস্ব প্রতিবেদক :: প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘কারনেসিয়া’ আমেরিকান স্বনামধন্য তিনটি পণ্য নিওর, জর্ডানা ও মিলানি’র পণ্য নিয়ে এসেছে দেশে। সম্প্রতি বাংলাদেশের অথরাইজড বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে প্রসাধনী প্রতিষ্ঠান কারনেসিয়া।
গতকাল ৪ জুলাই রাজধানীর এক রেস্টুরেন্টে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আয়োজনটি অনুষ্ঠিত হয়। মিলানি, নিওর ও জর্ডানা প্রসাধনী প্রতিষ্ঠানের সাথে কারনেসিয়ার হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন, আসিকুল হক এবং সৈয়দ আহমেদ সাকিব। মিলানি, নিওর, জর্ডানা বাংলাদেশ অংশের কান্ট্রি ডিরেক্টর তাওহীদ চৌধুরী চুক্তিপত্রটি কারনেসিয়ার কর্তাব্যক্তিদের কাছে হস্তান্তর করেন।
তাওহিদ চৌধুরী বলেন, ‘ধানমন্ডির জেনেটিক প্লাজা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের আউটলেট রয়েছে। তাছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের হোল সেল রয়েছে। আসলে বাজারে এসব পণ্যের প্রচুর নকল চলে আসার কারণেই এসব পণ্য আমরা বাজারে নিয়ে এসেছি।’
বিডি প্রেস রিলিস / ০৫ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২০th, ২০২৩
Posted on নভেম্বর ১৬th, ২০২৩
Posted on নভেম্বর ১৩th, ২০২৩