Follow us

দেশেই কেনা যাবে বিশ্বখ্যাত ইংলোট ব্র্যান্ডের বিউটি পণ্য

বিশ্বখ্যাত ইংলোট

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত কালার কসমেটিক ব্র্যান্ড ইংলোট। সোনিক গ্রুপের হাত ধরে দেশের বাজারে প্রবেশ করল নতুন এই বিউটি প্রসাধনী ব্র্যান্ডটি।

আজ ১২ মে শনিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইংলোটের পণ্য এবং আউটলেট উদ্বোধন করা হয়।

বিশ্বখ্যাত ইংলোট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলোটের চেয়ারম্যান জার্গেনইভ ইংলোট। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নিউ দিল্লী পোলান্ড অ্যাম্বাসির ফাস্ট কাউন্সিলর (রাজনীতি) ডেপুটি হেড অব মিশন রবার্ট জিজিক, ইংলোট অ্যাপ্যাক অ্যান্ড মিডিল ইস্টের ব্যবস্থাপনা পরিচালক মি. এন সুব্রামনি রায় এবং ব্যবস্থাপনা পরিচালক ইংলোট বাংলাদেশ ও সোনিক গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাবিল সুলতান।

অনুষ্ঠানটি আতশবাজী ও আলোকসজ্জার মধ্যদিয়ে শুরু হয়। এরপর ইংলোটের মুখ থেকে পণ্যটির ব্যাপারে কথা শোনার জন্য অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করে। বিশ্বের অন্যান্য দেশের মতো কোম্পানিটির সম্প্রাসারণ এবং পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, বাংলাদেশকে একটি বড় সাফল্যের সম্ভাবনা হিসেবে দেখছেন। শ্রী এন সুব্রামনী রায়ও বাংলাদেশে পণ্যটির বাজারের জন্য তার উদ্দীপনা প্রকাশ করেন।

বিশ্বখ্যাত ইংলোট

নাবিল সুলতান বলেন, ইংলোটের প্রথম আউটলেট আজ যমুনা ফিউচার পার্কে; এরপর বনানী ১১, বসুন্ধরা শপিংমল ও তারপর সীমান্ত স্কয়ারে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি র‌্যাম্প তারকাদের নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। র‌্যাম্পের সময় ইংলোট মেকাপের প্রথম কয়েকটি মুখ প্রদর্শন করা হয়, যা সবাইকে অভিভূত করে।

এ ছাড়া উপস্থাপিত অতিথিরা সন্ধ্যাটিও বেশ উপভোগ করে। জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

(বিডি প্রেস রিলিস/১২ মে ২০১৮/এসএম)


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫